০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


অভিযাত্রী  

অ্যাডলফ এরিক নর্ডেনশিল্ড

-

আজ তোমরা জানবে অ্যাডলফ এরিক নর্ডেনশিল্ড সম্পর্কে । তিনি বেরিং প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চালিয়ে মহাসাগর পাড়ি দিয়ে জাপানের ইয়োকোহামা বন্দরে পৌঁছেন। তিনি দুঃসাহসিক
অভিযান চালিয়ে উত্তর-পূর্বের জলপথ আবিষ্কার করেন।
লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্
অ্যাডলফ এরিক নর্ডেনশিল্ড একজন দুঃসাহসী অভিযাত্রী। তিনি উত্তর মেরু অভিযানে বেশ সফলতা দেখান। অনেক অভিযাত্রী যে পথে মৃত্যুবরণ করেন, তিনি সেই পথ ধরেই সফল অভিযান চালান। সুইডেনের রাজা দ্বিতীয় অস্কার তাকে আর্কটিক অভিযানে অর্থসহায়তা করেন। তার বাষ্পীয় জাহাজের নাম ছিল এস এস ভেগা। নর্ডেনশিল্ড উত্তর এশিয়ার তটরেখা ধরে ইনিসি পর্যন্ত অভিযান চালান। তার অভিযানে একটি বিশেষ তথ্য বের হয়ে আসেÑ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নোভায়া জেমলিয়ার পূর্বে অবস্থিত কারা সাগর জাহাজ চলাচলের উপযুক্ত থাকে। এরপর ১৮৭৮ ও ১৮৭৯ সালে তিনি বেরিং প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চালিয়ে মহাসাগর পাড়ি দিয়ে জাপানের ইয়োকোহামা বন্দরে পৌঁছেন। তিনি দুঃসাহসিক অভিযান চালিয়ে উত্তর-পূর্বের জলপথ আবিষ্কার করেন। এই পথ আবিষ্কার করেই তিনি খ্যাতিমান হন। সুইডেন থেকে যাত্রা করে ১৮৭৮-১৮৭৯ সালে তিনি পশ্চিম প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও সুয়েজখাল হয়ে ইউরেশিয়া পরিভ্রমণ করেন। নর্ডেনশিল্ডের জন্ম ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ১৮৩২ সালের ১৮ নভেম্বর। এ সময় ফিনল্যান্ড রুশ সাম্রাজ্যের অংশ ছিল। নর্ডেনশিল্ড রাজনৈতিক অত্যাচারের শিকার হয়েছিলেন। তাই বাধ্য হয়ে তিনি সুইডেনে অভিবাসী হন। এই অভিযাত্রী রাজনীতিতেও বেশ সফলতা দেখান। তিনি সুইডিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। ১৯০১ সালের ১২ আগস্ট ৬৮ বছর বয়সে সুইডেনে তার মৃত্যু হয়।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement