২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেফতার

-

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার প্রাধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকা থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া সোমবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুরে রিমান্ড চেয়ে মামলার প্রাধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল হোসেনকে আদালতে পাঠনো হবে।’

এর আগে ১০ জুলাই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দক হানিফ সোহাগকে রাজধানীর কলাবাগান থানার সোবাহানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।

উল্লেখ্য, গত ২৯ জুন সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সাথে সাথে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ওই ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পর দিন সদরঘাট নদী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শামসুল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।

৭ জুলাই পুলিশ ময়ূর-২ লঞ্চের কর্মচারী আব্দুস সালামকে গ্রেফতার করে এবং ওই দিন আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement