২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইংল্যান্ড শিবিরে শুরুতেই তাসকিনের আঘাত

ইংল্যান্ড শিবিরে শুরুতেই তাসকিনের আঘাত - ফাইল ছবি

ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিলেন তাসকিন আহমেদ। প্রথম বল মালানের ব্যাটের পাশ দিয়ে যায়, অল্পের জন্য বেঁচে যান তিনি। দ্বিতীয় বল কাট করেছেন, বল চলে যায় ডিপ থার্ডম্যান অঞ্চলে। সহজেই ক্যাচ নেন হাসান মাহমুদ। ৮ বলে ৫ রান করে ফিরলেন মালান। ক্রিজে ফিল সল্টের সঙ্গী এখন মঈন আলী। স্কোর : ৫ ওভারে ৩৭ রান।

এর আগে বিকেল ৩টায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাদ পড়েছেন শামিম পাটোয়ারী, দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড একাদশে ফিরেছেন রেহান আহমেদ।

বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পেলেও ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তা অপূর্ণ রয়ে গেছে। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয় পাওয়ায় আজ (রোববার) মিরপুরে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেলেই এই কীর্তি গড়ে ফেলবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ :
রনি তালুকদার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ইংল্যান্ড একাদশ :
ফিলিপ সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, জশ বাটলার, মইন আলি, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রাশিদ, রেহান আহমেদ, জফরা আর্চার, ক্রিস জর্ডান।


আরো সংবাদ



premium cement