২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রুশো ঝড়ে কাঁপছে বাংলাদেশ

রুশো ঝড়ে কাঁপছে বাংলাদেশ - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশী বোলারদের কোনো রকম পাত্তাই দিচ্ছে না দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট জুটি। প্রথম ওভারেই টেম্বা বাভুমা ফিরে গেলে কুইন্টন ডি ককের সাথে ৬৩ বলে ১১০ রানের হার না মানা জুটি গড়ে তুলেছেন রাইলি রুশো।

টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে ২ রানে বাভুমা ফিরে যায়। পরে রাইলি রুশো ও ডি কক পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশের ওপরে। ইতোমধ্যে অর্ধশতকও তুলে নিয়েছেন রাইলি রুশো। অপরাজিত আছেন ৩৪ বলে ৬৭ রানে। ডি কক মাঠে আছেন ২৯ বলে ৪০ রানে। দলীয় রান ১১ ওভার শেষে ১১২/১।

এদিকে বাভুমাকে ফিরিয়ে বাংলাদেশ যেন আফসোসই করছে। এই জুটির আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ। শুধু মাত্র একটু স্বস্তি মুস্তাফিজুর রহমানে। ২ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন তিনি। বাকিদের অবস্থা ভয়াবহ। ১১ ওভারে প্রথমবার বল হাতে এসেই ২১ দেন সাকিব আল হাসান, ২১ রান এসেছিল তাসকিনের দ্বিতীয় ওভারে।


আরো সংবাদ



premium cement