২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রান বন্যার ম্যাচে ভারতের জয়

রান বন্যার ম্যাচে ভারতের জয় - ছবি : সংগৃহীত

আসামে আসমান সমান রানের ম্যাচে শেষ হাসি ভারতের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ১৬ রানে। ডেভিড মিলারের শতকও রক্ষা করতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। ২৩৭ রান তাড়ায় মিলাররা থামে ২২১ রানে। ৮৪ বলে ১৭৪ রানের হার না মানা ইনিংসটাও মূল্যহীন হয়ে গেল ফলে।

রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ম্যাচে প্রতাপ ছড়ানো জয়ে আত্মবিশ্বাসী ভারতের একাদশে ছিল না কোনো পরিবর্তন। তবে এক পরিবর্তন ছিল দক্ষিণ আফ্রিকার একাদশে। তারবিজ শামসির পরিবর্তে লুঙ্গি এনডিগি সেরা এগারোতে।

এদিনও চিত্রনাট্যে পরিবর্তন আসেনি। আজও দোর্দন্ড প্রতাপ ধরে রেখেই মাঠে নামে ভারত। পাওয়ার প্লেতেই তাদের সংগ্রহ ৫৭ রান। রাহুল-রোহিতের বিপরীতে নেই যেন তাদের কোনো সমাধান। অবশেষে কেশাব মহারাজের বলে ৩৭ বলে ৪৩ করে সাজঘরে ফিরেন রোহিত শর্মা। দলীয় রান তখন ৯.৫ বলে ৯৬। লোকেশ রাহুল তখনো মাঠে ২২ বলে ৪৮ রানে।

১২ ওভারে পাঁচ চার আর চার ছক্কায় ২৮ বলে ৫৬ রানের ইনিংস খেলে রাহুলও ফিরেন মহারাজের দ্বিতীয় শিকার হয়ে। উদ্বোধনী জুটি ফিরে গেলেও রানের গতি কমতে দেননি বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। রাবাদার এক ওভারেই সংগ্রহ করেন ২২ রান, যার ২১ সূর্য কুমারের ব্যাটে। এক ওভার পরেই মাত্র ১৮ বলে সূর্য কুমার তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক। সমান পাঁচটি করে চার-ছক্কায় ২২ বলে ৬১ রানে আউটের ফাঁদে পড়েন তিনি।

সূর্য কুমার ফেরার আগেই হাত খুলতে শুরু করেছিলেন বিরাট কোহলি। তবে অর্ধশতক স্পর্শ করা হয়নি ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয়ের, অপরাজিত থাকেন ২৮ বলে ৪৯ রানে। ৭ বলে ১৭ রানের হার না মানা ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক। ২৩৭ রানের সংগ্রহ পায় ভারত।

প্রায় বলের দ্বিগুণ লক্ষ্য তাড়ায় নেমেও ব্যতিক্রমী শুরু দক্ষিণ আফ্রিকার। অধিনায়ক টেম্বা বাভুমা আজও ব্যর্থ, আজও ফিরেছেন শূন্য রানে। তবে পাওয়ার প্লের প্রথম ওভারে মেইডেনসহ ৭ বল খেলে কোনো রান না করেই ফিরেন আর্শ্বদীপের শিকার হয়ে। দুই বল পরই একই পথে রাইলি রুশো, তিনিও পর পর দুই ম্যাচেই আউট হয়েছেন ডাক মেরে। তৃতীয় ওভারে এক বল খেলার পরই লো লাইটের কারণে ম্যাচ স্থগিত রাখেন অফিশিয়ালরা।

প্রায় ৩০ মিনিট পর খেলা শুরু হয় ফের। এর আগেও ভারতের ব্যাটিং চলাকালীন সময়ে মাঠে সাপ প্রবেশ করায় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়। যাহোক, মাঠে আলো ফেরার সাথে সাথে যেন আলো ফিরে দক্ষিণ আফ্রিকার ইনিংসেও। ২ ওভারে মাত্র ৫ রানে ২ উইকেট হারানো দলটা পাওয়ার প্লেতে সংগ্রহ করে ৪৫ রান।

তবে ১৯ বলে ৩৩ করে মার্করাম ফিরে যান পাওয়ার-প্লে শেষ হতেই। তবে রানের গতি কমেনি। দলীয় শতক ছুঁয়ে ফেলে ১২ ওভারেই। ২৫ বলেই অর্ধশতক স্পর্শ করেন মিলার, ৩৯ বলে অর্ধশতক করেন কুইন্টন ডি কক। তবে পুরো ম্যাচজুড়ে চালকের সিটে ডেভিড মিলার। ৮ চার আর ৭ ছক্কায় খেলেছেন ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস। ডি কক অপরাজিত ছিলেন ৪৮ বলে ৬৯ রানে।


আরো সংবাদ



premium cement