২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

তাইজুল-আতঙ্কে লঙ্কানরা

- ছবি - ইএসপিএন

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। সাবধানে খেলছিলেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো। দলীয় ৩৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। তাইজুল ইসলামের অসাধারণ ফিল্ডিংয়ে রান আউট হন ফার্নান্দো। ৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেন তিনি। শুরুটা দুর্দান্ত করেছিলেন তাইজুল।

এরপর দিনের শেষ ওভারের প্রথম বলে আবারো তাইজুল চমক দেখান। দারুণ টার্নে বোল্ড করে দেন লাসিথ এম্বুলদেনিয়াকে। ২ রান করেন ২২ বলে। ৪৫ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে।

পঞ্চম দিন সকালেও তাইজুলের চমক অব্যাহত থাকে। ফলে আতঙ্ক ছড়াতে থাকে লঙ্কান শিবিরে।

করুনারত্নে আর কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে লিড নেয় শ্রীলঙ্কা। তবে ৩২ ওভারে এ জুটির ভাঙন ধরান তাইজুল ইসলাম। অর্ধশত থেকে মাত্র দুই রান দুরে থাকতেই কুশল মেন্ডিসকে শিকার করেন তাইজুল। তার বদলে ক্রিজে আসা অ্যাঞ্জেলো ম্যাথুজকে শূন্য হাতে ফেরান বাংলাদেশের এই অভিজ্ঞ স্পিনার।

এরপর অর্ধশত করা অধিনায়ক করুনারত্নেও তাইজুলের শিকার হন। ১৩৮ বলে ৫২ রান করে সাজঘরে ফিরেন তিনি।

মোট চারটি উইকেট ঝুলিতে পুরেছেন তাইজুল। আর একটি নিয়েছে সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান।

ক্রিজে আছেন ১১ রান নিয়ে নিরোশান ডিকওয়েলা এবং ৫ রান নিয়ে দিনেশ চান্দিমাল।

এর আগে প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে তামিম ও মুশফিকের সেঞ্চুরিতে ৪৬৫ রান করে বাংলাদেশ। ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। গতকাল দিন শেষে দলটির সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৯ রান।


আরো সংবাদ



premium cement