২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঘুমপাড়ানি সরফরাজের সেই হাই দু’বছর পরও ঘুম কাড়ছে

ঘুমে চোখ জড়িয়ে এসেছিল তৎকালীন পাক অধিনায়ক সরফরাজের - ছবি সংগৃহীত

আগামীকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে দু’ বছর আগে ঘুমে চোখ জড়িয়ে যাওয়া একটি হাই।
ঘুমে যার চোখ জড়িয়ে এসেছিল, সেই তৎকালীন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ এবারও দলে রয়েছেন। তবে দলের দায়িত্ব যেমন গিয়েছে, উইকেটরক্ষকের জায়গাটিও হারিয়েছেন মোহাম্মদ রিজওয়ানের কাছে। বিশ্বকাপে আদৌ তিনি প্রথম দলে সুযোগ পাবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু ঘুমিয়ে পড়া সরফরাজই দু’ বছর পরও সবার ঘুম কেড়ে নিয়েছেন।

২০১৯ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপে ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রানের বিশাল স্কোর খাড়া করেছিল। রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ রান করেছিলেন। বিরাট কোহলি অর্ধশতরান করেছিলেন। রান তাড়া করতে নেমে পাকিস্তান একটা সময়ে ২১ ওভারে ১ উইকেটে ১১৭ রান তুলেছিল। কুলদীপ যাদব এবং হার্দিক পাণ্ড্যর দু’টি করে ধাক্কা পরের ১২ রানে পাকিস্তানের ৪ উইকেট ফেলে দিয়েছিল।

এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ১৩৬ রান। ভারত যখন ব্যাট করছিল, তখন হঠাৎই দেখা যায়, উইকেটের পিছনে দাঁড়িয়ে সরফরাজ লম্বা হাই তুলছেন। সেই ছবি নিয়ে বহু মিম তৈরি হয়। সরফরাজের সেই হাই রোববারের ম্যাচের আগে আবার দুই দেশের সমর্থকদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সরফরাজের হাই আর ঘুমাতে দিচ্ছে না ভারত, পাকিস্তানের সমর্থকদের।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement