২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইপিএল খেলতে নেপালে তামিম

- ফাইল ছবি

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে খেলতে নেপালে পৌঁছেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তিনি।

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তামিম বলেন, ‘নেপালে এসে খুব ভালো লাগছে। ২০১৪ সালে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে খেলেছিলাম। এখানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসেছি। এটি নতুন চ্যালেঞ্জ। নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকলেও ইনজুরি থেকে সেরে ওঠায় ইপিএল খেলতে গিয়েছেন তামিম। প্রথমবারের আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন তিনি। ইপিএলে এবারের আসরে ভাইরাহাওয়ার আইকন ক্রিকেটার তামিম। প্রথম বাংলাদেশী হিসেবে বিদেশী লিগে আইকন ক্রিকেটার হয়েছেন তিনি।

টুর্নামেন্টে শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদসহ আরো অনেক তারকা অংশ নিচ্ছেন। শনিবার থেকে মাঠে গড়িয়েছে ইপিএলের এবারের আসর। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement