০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


নিউজিল্যান্ড-ইংল্যান্ডে আক্রমণ হলেও কেউ হইচই করেনি : সামি

ড্যারেন সামি - ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ডরেন সামি বলেছেন, নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত তাকে হতাশ করেছে। সোমবার এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

জিও নিউজের অনুষ্ঠান ‘নয়া পাকিস্তানে’ অংশ নিয়ে সামি বলেন, যদি ফিল্ড বিশেষজ্ঞরা বলেন যে পাকিস্তান নিরাপদ, তাহলে তাদের বিশ্বাস করা উচিত।

‘আমি গত ছয় বছর ধরে পাকিস্তান আসছি। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা সবসময় ভালো,’ বলেন তিনি।

তিনি বলেন, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে আক্রমণ হতে দেখেছি। অস্ট্রেলিয়ায় এমন ঘটনা ঘটেছে। এমনকি বিশ্বের প্রায় সর্বত্র এমন ঘটনা ঘটে চলেছে, কিন্তু এ ব্যাপারে কেউ হইচই করছে না।

পাকিস্তানের পরিস্থিতি বদলেছে উল্লেখ করে সাবেক উইন্ডিজ অধিনায়ক বলেন, একসময় লোকজন জিজ্ঞাসা করত পাকিস্তান নিরাপদ কিনা। তবে এখন জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ এবং পাকিস্তানে খাওয়ার কী আছে?

উল্লেখ্য, গত শুক্রবার পিসিবিকে ‘নিরাপত্তা হুমকি’র কথা জানিয়েছে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। রাউয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচের টসের কয়েক মিনিট আগে সফর বাতিল করে কিউইরা।

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের আশ্বস্ত করেছিল যে পূর্ণ নিরাপত্তা রয়েছে, কিন্তু তারা সিরিজ বাতিল থেকে বিরত থাকেনি।

নিউজিল্যান্ড বোর্ডের সিদ্ধান্তকে ‘একতরফা’ হিসেবে উল্লেখ করে পিসিবি বলেছে, কিউইরা পিসিবির সাথে কোনো আলোচনা ছাড়াই সফরটি বাতিল করে।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement