২২ মে ২০২৪, ০৮ জৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলকদ ১৪৪৫
`


৩২ রানের লিড ভারতের

-

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে ৩২ রানের লিড নিয়েছে ভারত। নিউজিল্যান্ডকে ২৪৯ রানে অল আউট করার পর মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিন শেষে ২ উইকেটে ৬৪ রান করেছে কোহলিরা। প্রথম ইনিংসে ভারত করেছিল ২১৭ রান। সব মিলিয়ে ৩২ রানের লিড কোহলি ব্রিগেডের।

সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। প্রথম দিন গেছে বৃষ্টির পেটে। পরের দু’দিন খেলা মাঠে গড়ালেও পুরো ৯০ ওভার খেলা হয়নি। চতুর্থ দিনের মাঠে গড়ায়নি একটি বলও। মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিন। বৃষ্টির কারণে আছে রিজার্ভ ডে।

২ উইকেটে ১০১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। পঞ্চম দিনে খেলতে নেমে বাকি আট উইকেটে ১৪৮ রান যোগ করে কিউই শিবির। ১২ রানে অপরাজিত থাকা অধিনায়ক কেন উইলিয়ামসন এদিন আউট হন ফিফটির একধাপ আগে। ১৭৭ বলে ৪৯ রানে ইশান্ত শর্মার শিকার তিনি।

এর আগে ১১ রান করে সিরাজের বলে সুবমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রস টেলর। মিডল অর্ডারে হেনরি নিকোলস ও বিজে ওয়াটলিং দাঁড়াতেই পারেননি। ৭ রান করে ইশান্তের শিকার নিকোলস। শামির বলে ব্যক্তিগত ১ রানে বোল্ড ওয়াটলিং।

লোয়ার অর্ডারে গ্রান্ডহোম (১৩), জেমিসন (২১) ও টিম সাউদির (৩০) ব্যাটে ২০০ অতিক্রম করে নিউজিল্যান্ড। ৯৯.২ ওভারে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ২৪৯।

বল হাতে ভারতের হয়ে মোহাম্মদ শামি নেন সর্বোচ্চ ৪ উইকেট। ইশান্ত শর্মা ৩টি, অশ্বিন দু’টি ও রবীন্দ্র জাদেজা নেন এক উইকেট।

দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৩৩ বলে ৮ রান করে সাউদির বলে এলবি শিকার সুবমান গিল। দলীয় ৫১ রানে বিদায় নেন আরেক ওপেনার রোহিত শর্মা। ৮১ বলে ৩০ রানে তিনিও সাউদির বলে এলবিডব্লিউ। ক্রিজে ১২ রানে চেতশ্বর পূজারা ও ৮ রানে বিরাট কোহলি আছেন অপরাজিত।


আরো সংবাদ



premium cement