০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মুমিনুল দায় চাপালেন টসকেই

মুমিনুল দায় চাপালেন টসকেই -

ক্রিকেটে টস একটা বড় ব্যাপার। তাই বলে টস হারলে ম্যাচই হেরে যেতে হবে, এ কেমন কথা। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বললেন তেমনটিই। পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২০৯ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে মুমিনুল জানালেন, টসে হেরে যাওয়াটা ম্যাচে বড় প্রভাব ফেলেছে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ অলআউট হয় ২৫১ রানে। ফলো-অন করানোর সুযোগ থাকলেও শ্রীলঙ্কা আরেকবার ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ১৯৪ রানে। শেষ ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ২২৭ রানে।

ম্যাচ শেষে পরাজয়ের কারণ ব্যাখ্যায় মুমিনুল বলেন, ‘আমার মতে, এই টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল টস। এটাই আমার মনে হয়। প্রথম দুই দিনে উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। ম্যাচের প্রায় ৫০ শতাংশই নির্ধারণ হয়ে গিয়েছিল টসের সময়।’

প্রথম দিন উইকেট সত্যিই ছিল নিষ্প্রাণ। ওই দিনই ১ উইকেটে ২৯১ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে বাংলাদেশ চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর। কিন্তু নিরোশান ডিকভেলার দ্রুতগতির ফিফটিতে শেষ দিকে রান বাড়ায় লঙ্কানরা। বৃষ্টিতে সেদিন খেলা শেষ হয় ঘণ্টা দুয়েক আগেই। তৃতীয় দিন সকালে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে, শুরু থেকেই স্পিনারদের জন্য মেলে দারুণ সহায়তা। টস তাই বড় ভূমিকা রেখেছে সত্যিই।
তাই বলে কি বাংলাদেশ দলের দায় নেই মোটেও।

মুমিনুল অবশ্য সেই দায়টুকুও মেনে নিচ্ছেন, ‘আমরা যদি চার-পাঁচ সেশন ব্যাটিং করতে পারতাম। প্রথম টেস্ট দেখেন, আমরা প্রায় ছয় সেশন ব্যাটিং করতে পেরেছিলাম। এই টেস্টে যদি আমরা চার বা পাঁচ সেশন ব্যাটিং করতে পারতাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। সেটা করতে পারিনি, দায় অবশ্যই আমাদের নিজেদের।’

বাংলাদেশের ২০ উইকেটের ১৮টিই নিয়েছেন লঙ্কান স্পিনাররা। বাংলাদেশের একাদশে পেসার ছিল তিন জন। একজন বাড়তি স্পিনার কি রাখা যেত না। খেলাতে মুমিনুল এই ভাবনায় একমত নন। বরং ফিরে গেলেন তিনি সেই টসের প্রসঙ্গেই।

‘শুরুতে দেখে উইকেট আগের টেস্টের মতোই লেগেছিল। একজন বাড়তি স্পিনার খেলানোর কথা যদি বলেন, আমরা যদি আগে ব্যাটিং করতাম চিত্রটা ভিন্নরকম হতো। ওরা হয়তো আমাদের জায়গায় থাকতো আজকে। আমরা ওদের জায়গায় থাকতাম।’

‘এই সব উইকেটে খুব বেশি স্পিনার লাগে না, যেটা আমার কাছে মনে হয়। আমাদের তো দুইজন খুব ভালো মানের স্পিনারই আছে। আরেকটা স্পিনার আসলে লাগতো না। আমার মনে হয়, দুই স্পিনারই যথেষ্ট।’


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের সাথে যা ঘটেছিল পর্ন তারকা স্টর্মির মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে শাল্লায় ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কারাগারে ৪ পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাফায় ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : রাশিয়া মিরসরাইয়ে জাল ভোট, ৩ নির্বাচনী কর্মকর্তা আটক উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে : মেজর হাফিজ হজযাত্রীদের জীবন আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে : জামায়াত আমির ডলারের দাম ৭ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় নির্বাচনে আটক ৩, প্যানেল চেয়ারম্যানের কারাদণ্ড নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে খেলবে স্কটল্যান্ড

সকল