০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


লর্ডসের পরিবর্তে সাউদাম্পটনে হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

লর্ডসের পরিবর্তে সাউদাম্পটনে হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল -

ইংল্যান্ডে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লর্ডস থেকে সরে যেতে পারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে কোন ভেন্যুতে ফাইনাল হতে পারে তা এখনো নিশ্চিত করেনি ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফাইনাল আয়োজনে এগিয়ে রয়েছে সাউদাম্পটন।

তবে ফাইনালের ভেন্যু ঠিক করতে আইসিসিকে সহায়তা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকবাজে আইসিসি এক কর্মকর্তা জানিয়েছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে সাউদাম্পটনে। কারণ স্টেডিয়ামের সাথেই রয়েছে হোটেল। তাই খেলোয়াড়দের স্টেডিয়াম থেকে দূরে থাকতে হবে না। জৈব সুরক্ষা বলয়ের বাইরে না থেকে মাঠ দিয়েই আসা-যাওয়া করতে পারবেন খেলোয়াড়রা।

পুরনো সূচি অনুযায়ী আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবার কথা রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতোমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নিউজিল্যান্ড ও ভারত ফাইনাল নিশ্চিত করেছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement