১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ভারতের পিচ নিয়ে ঠাট্টা করেই যাচ্ছেন মাইকেল ভন

পিচ রিপোর্টের কাজটি নিয়মিতই করেন মাইকেল ভন - ছবি - বিবিসি

এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় - সব মিলিয়ে ছয় ছয়টি ফেসবুক পোস্ট কেবল ভারতের মাটিতে হয়ে যাওয়া আহমেদাবাদ টেস্টের উইকেটের মান নিয়ে। মাইকেল ভন কোনো পোস্টে মজা করছেন, আবার কোন কোন পোস্টে লিখছেন গুরুগম্ভীর বিশ্লেষণ।

তবে ক্রিকেট ভক্তদের একটা অংশ তার 'মজা করা' নিয়ে তুমুল মজা পেয়েছেন।

গতকালই একটি ভিডিও পোস্ট করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, যেখানে তিনি চতুর্থ টেস্ট অর্থাৎ আজ যে ম্যাচটি শুরু হয়েছে তার পিচ রিপোর্ট করছেন।

বাড়ির উঠোনের মতো এক জায়গায় ৩৮ সেকেন্ডের এই ভিডিওতে ভন টিটকারি করে বলেন, কমপক্ষে দুই ঘণ্টা তো ভালো ক্রিকেট জমবেই এই পিচে।

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা পোস্ট দিয়ে যাচ্ছেন ভারতের মাটিতে তৈরি করা উইকেটের মান নিয়ে।

আহমেদাবাদ টেস্টে কোনো দলই ১৫০ রান ছুঁতে পারেনি। প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ১১২ রানে, ভারত করে ১৪৫ রান। আর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তুলতে পেরেছিল মাত্র ৮১ রান। ফলে ভারতের সামনে থাকে ৪৯ রানের লক্ষ্য ।

১০ উইকেটের জয় তুলে নেয় ভারত।

তবে মাইকেল ভন বৃহস্পতিবার টুইট করেছেন, চতুর্থ টেস্টের উইকেট ঠিক আছে, কিন্তু ইংল্যান্ড বাজে ব্যাটিং করছে।

তবে উইকেট নিয়ে কোনো সমালোচনা কানে না নেয়ার কথাই বলেছেন ভারতের ক্রিকেটাররা।

আহমেদাবাদ টেস্ট শেষ হওয়ার পর রবিচন্দ্রন আশ্বিন প্রেস কনফারেন্সে বলেছিলেন, ‘কে ঠিক করে দেবে কোনটা ভালো পিচ আর কোনটা খারাপ পিচ? আমি দেখিনি ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকে এটা নিয়ে অভিযোগ জানাতে। বোলাররা সুবিধা পাচ্ছেন, ব্যাটম্যানরা কষ্ট করে রান তুলবেন, এখানে খারাপের কী আছে?’

আবার বিরাট কোহলি চতুর্থ টেস্ট শুরুর আগে বলেন, ‘আমরা পিচ নিয়ে কান্নাকাটি করি না। আমরা নিউজিল্যান্ডে তৃতীয় দিনে ৩৬ ওভারের মধ্যে হেরে গেছি, তখন পিচ নিয়ে এতো কথা হয়নি।’

ওদিকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসও ফেসবুকে লিখেছেন, ‘খালি আমরা করলেই দোষ?’

একটি ছবিও পোস্ট করেছেন তিনি নিজের ফেসবুক পাতায়।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
এক বছর পর দাউদকান্দিতে ড. মোশাররফ গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন রাজধানীতে আ’লীগের শান্তি সমাবেশ আজ কুয়াকাটা সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান সরকারি হাসপাতালে অবৈধ ক্যান্টিন ও ওষুধের দোকান বন্ধের নির্দেশ ভোটের অধিকার কেড়ে নিয়ে আ’লীগ জনগণকে নাগরিক হিসেবে বাতিল করেছে : জোনায়েদ সাকি ইবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন মালয়েশিয়ায় বিএমইটি কার্ডের নামে প্রতারণার ফাঁদ : সতর্ক করল দূতাবাস ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল আল মাহমুদপুত্র মীর তারিকের ইন্তেকাল

সকল