২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতের মাটিতে ২০২১ টি-২০ বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

ভারতের মাটিতে ২০২১ টি-২০ বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের - ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে অনুষ্ঠেয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। পিসিবি’র মুখ্য কার্যনির্বাহী অফিসার ওয়াসিম খান সাফ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল না পাঠায় তাহলে তারাও ভবিষ্যতে সেই পথেই হাঁটবে।

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে ভারতীয় দলের খেলতে যাওয়া নিয়ে টালবাহানা চলছে। বিসিসিআইয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে না খেলার সিদ্ধান্তেই অনড় রয়েছে বোর্ড। ফলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন কিংবা পাকিস্তান থেকে এশিয়া কাপের আসর সরিয়ে নিয়ে যাওয়ার দাবিও শোনা যাচ্ছে।

এমন জটিল পরিস্থিতিতে পিসিবি কি টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজনের দায়িত্বভার অন্য কোনো দেশের হাতে ছেড়ে দেবে? শনিবার লাহোরে সংবাদ সম্মেলনে জোরালো প্রতিবাদ শোনা গেল ওয়াসিম খানের কণ্ঠে। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ভাবনা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।

পিসিবি’র মুখ্য কার্যনির্বাহী অফিসারটি বলেন, ‘এশিয়া কাপ আয়োজনের জন্য আপাতত দুটি ভেন্যুর কথা আমরা বিবেচনা করেছি। কিন্তু তার পরও ভারত যদি এই টুর্নামেন্টে খেলতে না আসে, তাহলে আমরাও ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য দল পাঠাব না।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘টি-টোয়েন্টি এশিয়া কাপের আয়োজক পরিবর্তনের ক্ষমতা পিসিবি কিংবা আইসিসি-র নেই। কারণ এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত। তাই আমরাই এশিয়া কাপ আয়োজন করব। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তান এখন পুরোপুরি প্রস্তুত। ভারতীয় দলেরও পাকিস্তানে না আসার কোনো কারণ নেই।’
সূত্র : বর্তমান

 


আরো সংবাদ



premium cement
গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ চরমোনাই পীরের অসুস্থ ভাইকে দেখতে গেল জামায়াতের প্রতিনিধি দল ব্যাঙ্কিং খাতের অনিয়ম-দুর্নীতি আড়াল করতে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

সকল