০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা - ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু বিপিএলে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স। দুই দলই ম্যাচটি দিয়ে এবারের আসর শুরু করেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ওয়ারিয়ার্স।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় কুমিল্লা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার ইয়াসির আলী। রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবীর করা বলটি ইয়াসিরের ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। গোল্ডেন ডাকে ফেরেন কুমিল্লা ওয়ারিয়র্সের ওপেনার ইয়াসির।

এরপর শ্রীলংকান ক্রিকেটার ভানুকা রাজাপাকশের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করতেই বিপদে পড়ে যান সৌম্য সরকার। ২৬ রান করে সৌম্য আউট হওয়ার মাত্র ৮ বল ব্যবধানে সাজঘরে ফেরেন কুমিল্লার অন্য ওপেনার রাজাপাকশে। সঞ্জিত সাহার অফ স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৩ বলে ১৫ রান করার সুযোগ পান ভানুকা রাজাপাকশে। ৬.৩ ওভারে দলীয় ৪৭ রানে তিন উইকেট হারায় কুমিল্লা।

এর আগে দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটিং নির্ভর পিচে দুই দলের ব্যাটসম্যানরাই ভালো করেছেন। সিলেটের হয়ে ৪৮ বরে ৮৪ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন। অন্যদিকে জয়ী দলের হয়ে মাত্র ৩৮ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলেছেন ইমরুল কায়েস।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, দাসুন সানাকা, মুজিব-উর রহমান, ভানুকা রাজাপাকশে, আল আমিন হোসেন, ইয়াসির আলী, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি ও মাহিদুল ইসলাম অঙ্কন।

রংপুর রেঞ্জার্স: মোহাম্মদ শেহজাদ, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, জাকির হাসান, জুনায়েদ খান, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, তাসকিন আহমেদ, ফজলে মাহমুদ রাব্বি ও সঞ্জিত সাহা।

 

 

 

 

 


আরো সংবাদ



premium cement