১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


বয়স লুকিয়ে নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার

- ছবি : সংগৃহীত

এই তো কয়েকদিন আগের কথা। পাকিস্তানি পেসার নাসিম শাহর বয়স নিয়ে কত আলোচনাই না হলো। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষিক্ত ১৬ বছর বয়সী পেসারের বয়স লুকানোর দাবি উঠেছিল। ওই ঘটনা থামতে না থামতেই ফের ‘বয়স চুরি’ ‍প্রসঙ্গ! এবার ভারতীয় এক ক্রিকেটারের বয়স লুকিয়ে খেলার প্রমাণ মিলেছে। শুধু তা-ই নয়, দুই বছর নিষিদ্ধও করা হয়েছে প্রিন্স যাদব নামের দিল্লি ক্রিকেটারকে।

বয়স লুকিয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন প্রিন্স যাদব। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তদন্তে আসল বয়স বেরিয়ে আসায় ঘরোয়া ক্রিকেটে ২ বছর নিষিদ্ধ করা হয়েছে তাকে। ২০২০-২১ ও ২০২১-২২ ঘরোয়া মৌসুমে খেলতে পারবেন না তিনি।

দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে (ডিডিসিএ) যে বয়সে নিবন্ধন করেছিলেন প্রিন্স যাদব, সেটার সঙ্গে বিশাল পার্থক্য তার মাধ্যমিক পরীক্ষায় থাকা বয়সের। তাই ‘তাৎক্ষণিক নিষিদ্ধ’ করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে ডিডিসিএ’র এক কর্তা বলেছেন, ‘এটা নিশ্চিত (নিষিদ্ধ করা হয়েছে)। বিসিসিআই থেকে আমাদের জানানো হয়েছে প্রিন্স যাদব বয়স চুরি করেছে।’

বিসিসিআই-এর তদন্তে উঠে এসেছে, মাধ্যমিক পরীক্ষায় প্রিন্স যাদবের জন্ম তারিখ দেওয়া আছে ১০ জুন ১৯৯৬। কিন্তু দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশনে নিবন্ধনে তার জন্ম তারিখ ১২ ডিসেম্বর ২০০১। ডিডিসিএ’র পাঠানো ই-মেইলে বিসিসিআই জানিয়েছে, ‘দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে নিবন্ধনে প্রিন্স যাদব জন্ম তারিখ দিয়েছে ১২ ডিসেম্বর ২০০১। কিন্তু তার বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ পাওয়ার পর তদন্তে নিশ্চিত হওয়া গেছে, মাধ্যমিক পরীক্ষায় তার জন্ম তারিখ ১০ জুন ১৯৯৬। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, প্রিন্স যাদব বয়স চুরি করেছেন।’

শাস্তি হিসেবে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই, ‘এখন থেকে প্রিন্স যাদব বিসিসিআইয়ের সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ থাকবেন। ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে খেলতে পারবেন না। দুই বছরের নিষেধাজ্ঞা শেষেই কেবল তিনি ফিরতে ‍পারবেন সিনিয়র পর্যায়ের ক্রিকেটে।’

দিল্লি ক্রিকেটে বয়স চুক্তির ঘটনা নতুন ‍নয়। আরও বেশ কিছু ঘটনা ঝুলে আছে। ‍পুলিশের তদন্তে থাকা ওই সব ক্রিকেটার বয়সভিত্তিক পর্যায় শেষ করে সিনিয়র লেভেলে খেলা শুরুও করে দিয়েছেন, তবু তাদের বয়স নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি ভারতীয় বোর্ড। পিটিআই


আরো সংবাদ



premium cement
‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই নির্বাচনের পরেও সে কথাই বলেছে যুক্তরাষ্ট্র : ড. মঈন খান ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫ সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কোথায়? ৩৬ বছর শিক্ষকতার পর রাজকীয় বিদায় ‘দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে’ দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়া মুম্বাইয়ের সেই বিলবোর্ডের মালিক গ্রেফতার সনাতন ধর্মের শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি রাবি ছাত্রলীগ নেতার জামিনের পর যেভাবে প্রচারণা চালাচ্ছেন কেজরিওয়াল কক্সবাজারে চিংড়ি ঘের থেকে ২ জেলের লাশ উদ্ধার, অভিযোগ হত্যার

সকল