০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


‘কারো ইন্ধনে নয়, কারো বিরুদ্ধে নয়’

সোমবারের ছবি -

ক্রিকেটারদের চলমান আন্দোলন কোন ব্যক্তির বিরুদ্ধে নয় বলে জানিয়েছে তাদের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। একই সাথে তিনি এই আন্দোলনে কোন ইন্ধনের সম্ভাবনার কথাও নাকচ করে দেন। ক্রিকেটারদের আইনজীবী জোর দিয়ে বলেন, ক্রিকেটাররা নিতান্তই নিজেদের ভবিষ্যত ক্যারিয়ার ও রুটি-রুজির নিশ্চয়তার জন্য এই আন্দোলনে নেমেছেন।

বুধবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র হয়ে কথা বলেন আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করার পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি জানান, ১৩ দফা দাবি নিয়ে বোর্ডের কাছে ইতোমধ্যেই চিঠি দেয়া হয়েছে।

এসময় এই আইনজীবী বলেন, ক্রিকেটাররা তাদের ভবিষ্যতের নিশ্চয়তা চান। শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটের সবগুলো স্তরের ক্রিকেটারদের ভবিষ্যত নিশ্চয়তা দরকার। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট এ কিংবা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের পেনশন, ইনজুরি সহায়তা তহবিল, প্রভিডেন্ট ফান্ড, বীমা সুবিধার দাবি করছি আমরা। কারণ অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা নিয়ে ক্রিকেটে ভালো করা সম্ভব নয়।

আইনজীবী বলেন, ক্রিকেটাররা তাদের ভবিষ্যত ও পরিবারের ভবিষ্যতের নিশ্চয়তা চান। অ্যাকাডেমিক ক্যারিয়ার বিসর্জন দিয়ে ১৬-১৭ বছর বয়স থেকেই একজন উঠতি ক্রিকেটারকে পুরোটা সময় মাঠে দিতে হয়। তাই তার ভবিষ্যত ক্যারিয়ারের নিশ্চয়তা দিতে হবে।

ব্যারিস্টার মোস্তাফিজ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপার্জনের দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম সাড়ির একটি। এই আয়ের ভাগ ক্রিকেটারদের মধ্যে বন্টন করে দিতে হবে।


আরো সংবাদ



premium cement
নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ

সকল