১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


‘কারো ইন্ধনে নয়, কারো বিরুদ্ধে নয়’

সোমবারের ছবি -

ক্রিকেটারদের চলমান আন্দোলন কোন ব্যক্তির বিরুদ্ধে নয় বলে জানিয়েছে তাদের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। একই সাথে তিনি এই আন্দোলনে কোন ইন্ধনের সম্ভাবনার কথাও নাকচ করে দেন। ক্রিকেটারদের আইনজীবী জোর দিয়ে বলেন, ক্রিকেটাররা নিতান্তই নিজেদের ভবিষ্যত ক্যারিয়ার ও রুটি-রুজির নিশ্চয়তার জন্য এই আন্দোলনে নেমেছেন।

বুধবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র হয়ে কথা বলেন আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করার পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি জানান, ১৩ দফা দাবি নিয়ে বোর্ডের কাছে ইতোমধ্যেই চিঠি দেয়া হয়েছে।

এসময় এই আইনজীবী বলেন, ক্রিকেটাররা তাদের ভবিষ্যতের নিশ্চয়তা চান। শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটের সবগুলো স্তরের ক্রিকেটারদের ভবিষ্যত নিশ্চয়তা দরকার। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট এ কিংবা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের পেনশন, ইনজুরি সহায়তা তহবিল, প্রভিডেন্ট ফান্ড, বীমা সুবিধার দাবি করছি আমরা। কারণ অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা নিয়ে ক্রিকেটে ভালো করা সম্ভব নয়।

আইনজীবী বলেন, ক্রিকেটাররা তাদের ভবিষ্যত ও পরিবারের ভবিষ্যতের নিশ্চয়তা চান। অ্যাকাডেমিক ক্যারিয়ার বিসর্জন দিয়ে ১৬-১৭ বছর বয়স থেকেই একজন উঠতি ক্রিকেটারকে পুরোটা সময় মাঠে দিতে হয়। তাই তার ভবিষ্যত ক্যারিয়ারের নিশ্চয়তা দিতে হবে।

ব্যারিস্টার মোস্তাফিজ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপার্জনের দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম সাড়ির একটি। এই আয়ের ভাগ ক্রিকেটারদের মধ্যে বন্টন করে দিতে হবে।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল