৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে শীর্ষে উঠার পথে বাবর

- ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শুরু দেখেই অনেক ক্রিকেটবোদ্ধা ভবিষ্যৎবাণী বলেছিলেন বাবর আজমের।  একজন ক্ল্যাসিক ব্যাটসম্যান, যাবেন অনেকদূর। সে পথেই হাঁটছেন বাবর।  এবার নতুন রেকর্ড গড়ার পথে এই পাকিস্তানী।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যাওয়ার পথে বাবর। পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান চলতি বছরে ফর্মের তুঙ্গে রয়েছেন।

চলতি বছরে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১ হাজার ২৪৪ রান সংগ্রহ করে শীর্ষে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ১ হাজার ২৩০ রান করে ভিলিয়ার্সের ঠিক পরেই আছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। আর মাত্র ১৪ রান করলেই ভিলিয়ার্সকে ছাড়িয়ে যেতে পারবেন বাবর আজম।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স চলতি মৌসুমে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ইতিমধ্যে ৩৩ ম্যাচ খেলে সর্বোচ্চ ১ হাজার ২৪৪ রান সংগ্রহ করেছেন। তিনি পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের ব্লাস্ট টুর্নামেন্টের দল মিডলসেক্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স এবং আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এ রান সংগ্রহ করেন।

পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। ধারাবাহিক রান করে যাওয়া এ তারকা ক্রিকেটার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস, পাকিস্তান ও ইংল্যান্ডের ব্লাস্ট টুর্নামেন্টে সমারসেটের হয়ে সবমিলে ২৯ ম্যাচে ১ হাজার ২৩০ রান সংগ্রহ করেছেন।

এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক শেন ওয়াটসন। তিনি আইপিএলের দল চেন্নাই সুপার কিংস, পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্লাডিয়েটরস ও অস্ট্রেলিয়ার প্রোফেশনাল ক্রিকেট টুর্নামেন্টের দল সিডনি থান্ডার্সের হয়ে সবমিলে ৩৯ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৮৩ রান সংগ্রহ করেছেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে চলতি মৌসুমে টেস্টে ইতিমধ্যে সর্বোচ্চ ৫১৩ রান সংগ্রহ করেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তিনি ৬ টেস্টে এ রান করেন। তার ঠিক পরেই আছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেড। তিনি ৬ টেস্টে ৪৮৪ রান সংগ্রহ করেছেন। ৪ টেস্টে ৪২৮ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।

ওয়ানডে ক্রিকেটে ২৩ ম্যাচে সর্বোচ্চ ১ হাজার ২৮৮ রান সংগ্রহ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ২৩২ রান সংগ্রহ করেছেন রোহিত শর্মা। তৃতীয় পর্যায়ে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি ২৩ ম্যাচে ১ হাজার ১৪১ রান সংগ্রহ করেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৯ ম্যাচে ৩৭৮ রান সংগ্রহ করেছেন পাপুয়া নিউগিনির ব্যাটসম্যান তনি উইরা। ১০ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৮ রান সংগ্রহ করেছেন কুয়েতের ব্যাটসম্যান রবিজা সন্দরুওয়ান। ৮ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৩৩৫ রান সংগ্রহ করেছেন আয়ারল্যান্ডের তারকা ওপেনার পল স্টারলিং।


আরো সংবাদ



premium cement