৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ফ্রাইলিংক... দ্য ফিনিশার

মুশফিকুর রহিমের চিটাগংয়ের জয়ের নায়ক হয়ে দাঁড়িয়েছেন ফ্রাইলিংক - সংগৃহিত

চিটাগং ভাইকিংসের জয়ের নায়ক হয়ে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার রবি ফ্রাইলিংক। প্রায় প্রতি ম্যাচে তার হাতেই যেন জয়ের তরী বন্দরে ভিড়বে। টান টান উত্তেজনার শেষ ওভারে ফ্রাইলিংকই যেন একমাত্র ভরসা। এবারও এর ব্যতিক্রম হলো না। শেষ ওভারে চিটাগংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান! ফ্রাইলিংক থাকলে তো কথাই নেই। চার-ছক্কার ঝড় উঠবেই। উঠলো। তিন ছক্কায় ১৬ রানের জায়গায় ২০ রান নিয়ে দলকে জয়ের আনন্দে ভাসালেন ফ্রাইলিংক। তিন উইকেটে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে হারালো মুশফিকের দল।

এর আগে ঢাকার দেয়া ১৩৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার মোহাম্মদ শেহজাদ। এরপর ওপেনার ইয়াসির আলির সাথে জুটি বাঁধেন ক্যামেরন ডেলপোর্ট। বোলিংয়ের পর ব্যাট হাতেও তাণ্ডব চালান ডেলপোর্ট। চার-ছক্কায় ১২ বলেই তুলে নেন ৩০ রান। হাঁকান চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা। তারপর সাকিব আল হাসানের ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরে যান।

এরপর ধারাবাহিক উইকেট পতন হয়। একে একে সাজঘরে ফিরেন ইয়াসির আলি (১৫), শানাকা (২), মুশফিকুর রহিম (২২), নাঈম হাসান (৪) ও মোসাদ্দেক হোসেন (৩৩)।

১৯তম ওভারে মোসাদ্দেক রান আউট হয়ে ফিরলে ক্রিজে আসেন ফ্রাইলিংক। সানজামুলকে সঙ্গী করে জয়ের তরী বন্দরে ভেড়ান। ১০ বলে তিন ছক্কায় ২৫ রান করেন ফ্রাইলিংক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রবি ফ্রাইলিংক ও ক্যামেরন ডেলপোর্টের বোলিং তোপে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা।

সর্বোচ্চ ৩৪ করেছেন সাকিব আল হাসান। ৩৪ বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকান। তবে ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন শুভাগত হোম। তিনটি চার ও একটি ছক্কায় ১৫ বলে ২৯ রান করেন তিনি। মূলত তার ওই ঝড়ো ছোট ইনিংসের কল্যানেই ১৩৯ রানের পুঁজি পায় ঢাকা।

এছাড়া উইকেটরক্ষক নুরুল হাসান ১৮ বলে ২৭ এবং সুনীল নারাইন ও দক্ষিণ আফ্রিকার হেইনো কুন - দু’জনেই ১৮ রান করেন।

চিটাগং ভাইকিংসের দক্ষিণ আফ্রিকান বোলার ডেলপোর্ট ২৫ রানে ৩ উইকেট নেন। আর ফ্রাইলিংক ১৯ রানে দুই উইকেট।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরি, রনি তালুকদার, নাইম শেখ, মোহর শেখ অন্তর, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, দারউইশ আব্দুল রসুল, হিনো কুন।

চিটাগং ভাইকিংস একাদশ : মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, রবি ফ্রাইলিংক, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি রাহি, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী চৌধুরি, দাসুন শানাকা।


আরো সংবাদ



premium cement
ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫ ‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের

সকল