২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চাহালের ঘূর্ণিজাদুতে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

-

সিরিজ নির্ধারণী ম্যাচে শুক্রবার মেলবোর্নে ভারতীয় লেগ স্পিনার যুযুবেন্দ্র চাহালের সামনে দাড়াতে পাড়েনি অসি ব্যাটিং লাইনআপ। আগে ব্যাট করে তারা অলআউট হয়েছে ২৩০ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ও অ্যালেক্স ক্যারিকে তুলে নিয়ে প্রথম আঘাটা হানেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। তৃতীয় উইকেটে ঘুরে দাড়ানো শুরু করেছিল দুই ব্যাটসম্যান উসমান খাজা ও শন মার্শ। কিন্তু এরপর শুরু হয় চাহাল ম্যাজিক। দলীয় ১০০ ও ১০১ রানে এই দুজনকে ফেরান চাহাল। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে প্রতিরোধ গড়তে শুরু করেছিলেন পিটার হ্যান্ডসকম্ব। কিন্তু শেষ দিকে চাহালের আরেকটি বিধ্বংসী স্পেলে ধসে পড়ে সেই প্রতিরোধ। এবারো পরপর তিন ওভারে রিচার্ডসন, হ্যান্ডসকম্ব ও অ্যাডাম জাম্পাকে তুলে নেন চাহাল।

সব মিলে ১০ ওভারে ৪২ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন হরিয়ানার এই লেগ স্পিনার। এটিই ওয়ানডেতে তার ক্যরিবয়ার সেরা বোলিং ফিগার।

৪৯তম ওভারে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২৩০ রানে।


আরো সংবাদ



premium cement