২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ইন্টারনেট নিরাপদ রাখতে কাজ করছে বিটিআরসি

-

টেলিকম অপারেটরদের বর্তমান ডাটা প্যাকেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত সোমবার আয়োজিত এক মতবিনিময় সভায় বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ইন্টারনেট নিরাপদ রাখতে সর্বদা কাজ করছে বিটিআরসি। গত ১৫-১৬ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আগামী দশকে টেলিযোগাযোগ প্রযুক্তি বিশ্বকে অনেকদূর এগিয়ে নেবে। সেখানে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। সেই এগিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত আমরা করছি।’ তিনি আরো বলেন, ‘মোবাইল টাওয়ার পর্যাপ্ত না হলে কল ড্রপ বন্ধ হবে না। মানুষের রেডিয়েশন ভীতি থাকায় পর্যাপ্ত টাওয়ার বসাতে সমস্যা হচ্ছে। কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি, বাংলাদেশে বর্তমানে যে রেডিয়েশন আছে তা মানবদেহের জন্য ক্ষতিকর নয়।’
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিল-উর-রহমান বলেন, ‘মোবাইল অপারেটরদের ডাটা প্যাকেজের সংখ্যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে। ব্যান্ডউইডথের দামেও কিছু পরিবর্তন আসবে। এর সাথে মিল রেখে ডাটা প্যাকেজের দাম পুনর্র্নিধারণ করা হবে।’
সভায় আরো উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, ড. মুশফিক মান্নান চৌধুরী, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুণ্ডু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।


আরো সংবাদ



premium cement