২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফাইভজি বাজারে আগ্রাসী স্যামসাং

-

ফাইভজি প্রযুক্তির ব্যবহার ও বিস্তৃতির কারণে নেটওয়ার্কিং যন্ত্রাংশের বাজার বাড়াতে ইউরোপে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এ খাতে শীর্ষে থাকা হুয়াওয়ে চীনের অভ্যন্তরীণ বাজার নিয়ে কাজ করার কারণেই ইউরোপে স্যামসাংয়ের সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান ডেলওরো গ্রুপের সাম্প্রতিক জরিপের তথ্যানুযায়ী, মেমোরি চিপ ও স্মার্টফোন উৎপাদনের দিক থেকে স্যামসাং বিশ্বের এক নম্বর প্রতিষ্ঠান হলেও ফাইভজি প্রযুক্তির ব্যবহার ও যন্ত্রাংশ উৎপাদনের দিক থেকে মাত্র ১০-১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠান। হুয়াওয়ে, এরিকসন, নকিয়া ও জেডটিই যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

 


আরো সংবাদ



premium cement