০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মার্কিন সিনেটের মুখোমুখি ফেসবুক, টুইটার ও গুগল

-

সিডিএর সেকশন ২৩০-এর মাধ্যমে কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে কিছু আইনগত সুরক্ষা পেয়ে থাকে ইন্টারনেট কোম্পানিগুলো। এ ধারায় বলা হয়েছে, ‘পারস্পরিক মিথষ্ক্রিয়ানির্ভর কোনো কম্পিউটার সেবার ক্ষেত্রে কোনো সেবাদাতা প্রতিষ্ঠান এমন কোনো কনটেন্ট বা তথ্যের প্রকাশকারী হিসেবে বিবেচিত হবে না, যা অন্য কোনো ইনফরমেশন কনটেন্ট প্রোভাইডার সরবরাহ করেছে।’ অর্থাৎ তৃতীয় পার্টির সরবরাহকৃত কোনো তথ্য বা কনটেন্টের দায় সেবাদানকারী কোম্পানির ওপর বর্তাবে না।
১৯৯৬ সালে আইনটি পাস করা হয়, যাকে ই-কমার্সের প্রসারের ক্ষেত্রে সবচেয়ে সহায়ক আইন হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু মার্কিন বিচার বিভাগ সেই আইনেই সংশোধন আনতে চাইছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন অনলাইন প্লাটফর্মগুলোর জন্য আইনি সুরক্ষার পরিসর কিছুটা খর্ব করবে।
যুক্তরাষ্ট্রের ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্টের (সিডিএ)’ সেকশন ২৩০ নিয়ে মার্কিন সিনেটের শুনানিতে অংশ নেবেন তিন টেকজায়ান্ট ফেসবুক, টুুইটার ও গুগলের প্রধান নির্বাহীরা। ২৮ অক্টোবর সিনেট কমার্স কমিটির ওই শুনানি অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেবেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ, টুইটার সিইও জ্যাক ডরসি ও গুগল সিইও সুন্দর পিচাই।
আইনের সংশোধন বিষয়েই সিনেট কমার্স কমিটির ওই শুনানি অনুষ্ঠিত হবে। তিন টেকজায়ান্টের প্রধান তিন নির্বাহী স্বেচ্ছায় এ শুনানিতে অংশ নেবেন। মার্ক জাকারবার্গ ও জ্যাক ডরসির অংশগ্রহণের বিষয়টি ফেসবুক ও টুইটারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গুগল সিইও সুন্দর পিচাই শুনানিতে যোগ দেবেন কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলে কোম্পানিটির একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তিন কোম্পানির প্রধান নির্বাহীই এতে যোগ দেবেন। অর্থাৎ, সুন্দর পিচাইও শুনানিতে অংশ নেবেন।
এ প্রসঙ্গে টুইটারে এক বার্তায় জ্যাক ডরসি লিখেছেন, ‘শুনানিটি অবশ্যই গঠনমূলক হতে হবে এবং মার্কিন নাগরিকদের সবচেয়ে বেশি যা প্রয়োজন, সেদিকে মনোনিবেশ করতে হবে।
শুনানিতে সিডিএর ২৩০ ধারা সংশোধনের ব্যাপারে আলোচনার পাশাপাশি আরো কিছু বিষয় উঠে আসতে পারে। এসব বিষয়ের মধ্যে রয়েছে ভোক্তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা ও মিডিয়া কনসোলিডেশন।


আরো সংবাদ



premium cement
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সকল