২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতে আবার আসছে পাবজি

-

পাবজি মোবাইলের সবচেয়ে বড় বাজার ভারত। বিশ্বব্যাপী গেমটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫০ মিলিয়ন, এর মধ্যে ৩৩ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ভারতের। আর তাই বিশাল এই বাজারে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাবজি কর্পোরেশন। এর আগে গত ২৯ জুন টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। এর কয়েক সপ্তাহ পর নিষিদ্ধ করা হয় আরো ৪৭টি চীনা অ্যাপস। এসব অ্যাপসের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ আনা হয়েছিল। সম্প্রতি একই অভিযোগে গত বুধবার আরো ১১৮টি চীনা অ্যাপস করে ভারত। যার মধ্যে রয়েছে জনপ্রিয় মোবাইল গেম পাবজি। ভারতে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে পাবজি মোবাইল এবং পাবজি মোবাইল লাইট। যদিও পাবজি কর্পোরেশন কোনো চীনা কোম্পানি নয়। এটি মূলত দক্ষিণ কোরিয়ান কোম্পানি। কিন্তু গেমটির ‘মোবাইল’ ভার্সনের দায়িত্বে রয়েছে চীনা কোম্পানি টেনসেন্ট গেমস।
ভারতের বাজারে ফিরতে পাবজি কর্পোরেশন এক বিবৃতিতে বলেছে, তারা ভারতে পাবজি মোবাইলের সব দায়িত্ব টেনসেন্ট গেমস থেকে নিয়ে নিচ্ছে। ভারতে পাবজি মোবাইলের যাবতীয় দায়িত্বে থাকবে পাবজি কর্পোরেশন।

 


আরো সংবাদ



premium cement