০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন বয়কট!

-

সাংবাদিক জামাল খাসোগির অন্তর্ধান ইস্যুতে বিভিন্ন কোম্পানি সৌদি আরবে অনুষ্ঠেয় বিনিয়োগ-বিষয়ক সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে। রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নিচ্ছে না গুগল। সম্মেলনে গুগল কাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডায়ানে গ্রিনের অংশগ্রহণ করার কথা ছিল। সৌদির বিনিয়োগ সম্মেলন বয়কটের তালিকায় আরো রয়েছেন অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং উবারের সিইও দারা খসরুশাহী, মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, নিউ ইয়র্কভিত্তিক অনলাইন সেবাদাতা কোম্পানি এলওএলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ কেস। এ ছাড়া বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগানের সিইও জেমি ডিমন, গাড়ি নির্মাতা ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ডসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের সিইও সৌদির সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশ করেন খাসোগি। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খাসোগির
অন্তর্ধানের পর থেকে নানা রহস্য দানা বেঁধে উঠেছে। তুরস্কের দাবি, খাসোগিকে কনস্যুলেট ভবনের ভেতরেই হত্যা করে মরদেহ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। অন্য দিকে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি আরব।
খাসোগির অন্তর্ধানের পর বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা সৌদির বিরুদ্ধে সরব হয়েছেন। তারা সৌদির সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছেন। সিলিকন ভ্যালির কোম্পানিগুলো সৌদি সরকারের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে। চলতি বছরের শুরুর দিকে সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার ঘোষণা দিয়েছে গুগল। দেশটিতে পাঁচটি ইনোভেশন হাব চালু করার পাশাপাশি সৌদিদের উন্নতপ্রযুক্তি বিষয়ে প্রশিণ দেয়া হবে। স আহমেদ ইফতেখার


আরো সংবাদ



premium cement