০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বইবে তীব্র তাপপ্রবাহ

- ছবি - ইন্টারনেট

চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে দুয়েকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। এছাড়া তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যাও হতে পারে।

সোমবার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত মার্চ মাসের আবহাওয়া পর্যালোচনা শেষে এমন পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদফতর।

এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বলা হয়েছে, এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের ঝড় হতে পারে।

১-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো বলা হয়, চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তাপমাত্রা পরিস্থিতি সম্পর্কে বলা হয়, এ মাসে দেশে ২-৪টি মৃদু অথবা মাঝারি এবং ১-২টি তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল সময় দ্রুত বৃদ্ধি পেতে পারে। স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অন্যত্র, দেশের সব প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।


আরো সংবাদ



premium cement
উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিতে ৬ জনকে কুপিয়ে জখম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবনতি হচ্ছে কেন সোনাতলায় ২ আ’লীগ নেতা বিনাভোটে ভাইস চেয়ারম্যান শ্রীনগরে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ছাই সিরাজদিখানে ফের ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী

সকল