০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


খবরের কাগজ বিক্রি করে চলে না ইয়ামিনদের জীবিকা

-

কলেজছাত্র ইয়ামিন ইকবাল কমলাপুর শেরেবাংলা রেলওয়ে কলেজে দ্বিতীয়বর্ষে অধ্যয়ন করে। পড়াশোনার পাশাপাশি জীবিকা অর্জনের জন্য তাকে রাস্তায় নামতে হয়েছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের পাশে ফুটপাথে সে পত্রিকা বিক্রি করে। কথা প্রসঙ্গে সে জানায়, আগের মতো খবরের কাগজ বিক্রি হয় না এখন। তাই পত্রিকার সাথে বিকল্প হিসেবে ফেস মাস্ক রেখেছে দোকানে। কিন্তু মাস্কও এখন আর তেমন একটা চলে না। তবে দিনে হাজারখানেক টাকা বিক্রি হলে আড়াই থেকে তিন শ’ টাকা আয় হয়। এভাবে টেনেটুনে চলছে জীবন। কিন্তু সম্প্রতি দেখা দেয় আরেক বিপদ।
ইয়ামিনের বাবা হয়ে যান পঙ্গু। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বদলপুর গ্রামে তিনি এখন শয্যাশায়ী। সংসারে নেমে এসেছে অভাবের অমানিশা। ইয়ামিনের ডায়াবেটিসে আক্রান্ত বাবার পায়ের ইনফেকশন জটিল আকার ধারণ করায় ডাক্তার তার পা কেটে ফেলেছে। এখানেই শেষ নয়। ইদানীং দেখা দিয়েছে আরেক কঠিন সঙ্কট। ইয়ামিনের বাবার চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। আশঙ্কা দেখা দিয়েছে দৃষ্টি হারানোর। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, চোখের রেটিনা হলো মস্তিষ্কের অংশ। সময় মতো রেটিনার চিকিৎসা না করালে রয়েছে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি। সেই সাথে রেটিনা যেহেতু মস্তিষ্কের অংশ তাই দ্রুত অপারেশন না করলে মানসিক ভারসাম্য হারানোর ভয়ও আছে। রেটিনা অপারেশন করাতে কমপক্ষে এক লাখ টাকা প্রয়োজন। ইয়ামিনের পক্ষে এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। ইয়ামিন জানায়, এতদিন ধরে তার বাবার চিকিৎসায় প্রায় তিন লাখ টাকা খরচ করে এখন তারা নিঃস্ব । এক দিকে সংসারে অভাব। অন্য দিকে ঢাকায় থেকে পড়ালেখার খরচ। তাই তারুণ্যের চোখে-মুখে এখন বিবর্ণ হতাশার ছাপ। এভাবে আর কত দিন? ইয়ামিনের করুণ আকুতিÑ কেউ কি নেই তার এই বিপদে একটু সাহায্যের হাত বাড়ানোর? তার মোবাইল নাম্বার : ০১৪০৩৯০০৪২।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬

সকল