০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


কক্সবাজারে মাদক কারবারিদের হামলায় বিজিবি-পুলিশের ৬ সদস্য আহত

-

কক্সবাজারের রামু ও টেকনাফে সঙ্ঘবদ্ধ ইয়াবা কারবারিরা পৃথকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। গত বুধবার সকালে সঙ্ঘবদ্ধ ইয়াবা কারবারিরা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকায় বিজিবির টহলের সদস্যদের উপর হামলায় বিজিবির তিন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদি হয়ে রামু থানায় মামলা দায়ের করেছে। আহত বিজিবির সদস্যরা হলেনÑ নায়েক সুবেদার মাহমুদুল হক, সুবেদার সোহেল রানা ও সৈনিক শহীদুল ইসলাম। তারা সবাই রামুর বিজিবির ৫০ ব্যাটালিয়ানে কর্মরত। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও অপরজন গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্য দিকে গত বুধবার দুপুরে টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক-অস্ত্রসহ ছয় মামলার আসামিকে হাতকড়া পরা অবস্থায় তার স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দুল ইসলামকে আটক করা হয়েছে।
বিজিবির লে. কর্নেল ইব্রাহিম ফারুক বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির মরিচ্যা চেকপোস্টের সদস্যরা বুধবার সকালে রামুর ধেছুয়াপালং এলাকায় বিজিবির টহল দলের সদস্যরা দায়িত্ব পালনের সময় ইতঃপূর্বে আটক মাদক কারবারিদের সহযোগী ও আত্মীয়স্বজনরা সঙ্ঘবদ্ধ হয়ে লাঠি ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে বিজিবির তিন সদস্য আহত হয়েছে। এ দিকে টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক-অস্ত্রসহ ছয় মামলার আসামি মোহাম্মদ হাবিবকে হাতকড়া পরা অবস্থায় তার স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দুল ইসলামকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ায় এ ঘটনা ঘটে। আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন দাবি করেছে পুলিশ। আহতরা হলেনÑ উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, রফিকুল ইসলাম ও নাজির হোসেন।
পুলিশ জানায়, মাদক-অস্ত্রসহ ছয় মামলার পলাতক আসামি হাবিবুর রহমান হাবিব ওরফে মগুকে গ্রেফতার করলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দুল ইসলামের নেতৃত্বে আসামির স্বজনরা ইট-পাটকেল ছোড়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহজারুল হক বলেন, আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, ছিনিয়ে নিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২০ যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে মার্কিন ভোটারদের ৪১ শতাংশ কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২ স্বপ্ন জয়ের লক্ষ্যে জবিতে পরীক্ষা দিলেন বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থী ইউরোপ ‘ত্রিমুখী ঝুঁকির’ সম্মুখীন : ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারকে চাপে ফেলতে বিএনপি নিজেরাই চাপে আছে : ওবায়দুল কাদের রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে বন্ধ সড়ক যোগাযোগ বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা গলাচিপায় একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

সকল