০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


নামে-বেনামে ১০০ ফেসবুক আইডি খুলে সক্রিয় থাকতে হবে : এইচ টি ইমাম

-

আগামী নির্বাচনের আগে নামে-বেনামে ১০০ ফেসবুক আইডি খোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় তৎপরতা বাড়াতে হবে। আপনাদের নাতি-নাতনীদের নামে-বেনামে ১০০ ফেসবুক আইডি খুলে সাইবার যুদ্ধে সক্রিয় থাকতে হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সেনা পরিষদ ও মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতি যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সেনা পরিষদের আহ্বায়ক মেজর (অব:) আতমা হালিম। এতে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম, এস কে হাবিবুল্লাহ, লে. কর্নেল (অব:) কাজী সাজ্জাদ আলী প্রমুখ।
এইচ টি ইমাম বলেন, দেশের সবচেয়ে ধনী এবং সোশ্যাল মিডিয়ার বড় অংশই বিএনপি-জামায়াতের দখলে। তারা সেটির মাধ্যমে দেশে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে প্রশাসন সহায়ক সরকারের অধীনে চলে যাবে। কিন্তু বর্তমানে আমরা সরকারে আছি, তাই এখন থেকেই আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
এইচ টি ইমাম বলেন, আগামী নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই। নির্বাচনে স্বাধীনতার পরে শক্তি বিজয়ী না হলে দেশে বড় ধরনের তি হয়ে যেতে পারে। তিনি বলেন, প্রতিপকে এত দুর্বল ভাবলে হবে না। তাদেরকে চিনতে হবে, তারা কোথায় আছে, কী করছে সেদিকে ল্য রাখতে হবে। আগামী লড়াইয়ে স্বাধীনতাবিরোধী শক্তিকে শুধু প্রতিহত করলে হবে না, তাদের ধ্বংস করতে হবে।

 


আরো সংবাদ



premium cement
রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান

সকল