২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সরিষাবাড়ীতে পুলিশ শ্রমিক সংঘর্ষে আহত ১০

-

সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার আলহাজ জুট মিলের প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারী বকেয়া বেতনভাতা আদায়ের দাবিতে রাস্তায় নেমেছে। পুলিশ-শ্রমিক মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। সড়ক অবরোধ বিক্ষোভসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানা গেছে, বেলা ১১টায় আলহাজ জুট মিলের সিবিএ’র নেতৃত্বে মিলের প্রধান ফটকে গেট মিটিং শেষে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সরিষাবাড়ী-তারাকান্দি-জামালপুর প্রধান রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে। উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে, স্টেশন এলাকায় রফিকের হোটেলের সামনে টায়ারে অগ্নিসংযোগ করে। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। এ ব্যাপারে শ্রমিক নেতা জাহিদ হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত আমার শ্রমিকদের বকেয়া বেতনভাতা পরিশোধ না হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন। তথ্য সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ২০১৮ আলহাজ জুট মিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রমিকদের কোনো প্রকার নোটিশ না করেই রাতের অন্ধকারে মিল গেটে তালা ঝুলিয়ে দেয়।


আরো সংবাদ



premium cement