২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইরফান খানের শেষ ভিডিওবার্তা ভাইরাল

ইরফান খান - ছবি : ইনস্টাগ্রাম

'যেতে পারি....কিন্তু কেন যাব!' ক্যান্সার থাবার বসানোর পরেও সদ্য মারা যাওয়া ইরফান খান বুঝি এমনটাই হাসতে হাসতে প্রশ্ন ছুঁড়েছিলেন মারণ রোগকে। সেই জোরেই তিনি 'আংরেজি মিডিয়াম' ছবির প্রচারে যোগ দিতে না পারলেও ভিডিও বার্তায় অসংখ্য অনুরাগীদের অনুরোধ জানিয়েছিলেন, 'আপাতত মজা করে ট্রেলার দেখুন। আর অপেক্ষা করুন আমার জন্য...।'

ইরফান খান কি টের পেয়েছিলেন, তার সময় ফুরিয়ে আসছে? হয়তো হ্যাঁ, হয়তো না! কিন্তু শেষ মুহূর্ত পর্ন্ত তিনি কিন্তু ইতিবাচক মন নিয়ে লড়ে গেছেন। তারই প্রভাব পড়েছিল অনুরাগীদের সাথে শেষ কথাবার্তায়।

অভিনেতা-অনুরাগী কেউই জানতেন না, এটাই তার রেখে যাওয়া শেষ বার্তা। লকডাউনের একটু আগে দিয়ে মুক্তি পাওয়া 'আংরেজি মিডিয়াম' বক্স অফিসে ঝড় তোলার আগেই বন্ধ হয়ে যায় মহামারির প্রকোপে। কিন্তু তার মধ্যেই সমালোচক মহল প্রশংসায় ভরিয়ে দিয়েছিল অভিনেতার অভিনয়।

বুধবার ইরফান খান চিরদিনের মতো স্তব্ধ হয়ে যাওয়ার পরেও সোশ্যালে ঘুরতে থাকে তার শেষ ভিডিও বার্তা, 'আমার প্রিয় অনুরাগীরা, আমি আজও আপনাদের সাথে আছি...নেইও....।'

ইরফান খান যখন তার শেষ ছবিতে অভিনয় করছেন তখনই তার মস্তিষ্কে বাসা বেঁধেছে নিউরোএন্ডোক্রাইন টিউমার। চিকিৎসকার জন্য এরপরেই তিনি চলে যান আমেরিকায়। সেখান থেকেই জানান, তার শরীরে কিছু অবাঞ্ছিত অতিথির আগমন ঘটেছে। তাকে বিদায় জানিয়ে খুব শিগগিরিই ফিরছেন। শরীর ও মনের ওপর দিয়ে বয়ে চলা ঝড়ের বর্ণনা দিয়ে গিয়ে খুব সুন্দর উপমা টানেন তিনি। বলেন, হাতে গোটা একটা লেবু পেলে তাই দিয়ে লেমনেড বানিয়ে ফেলা ভীষণ সোজা। কিন্তু জীবন যখন এমনটাই কিছু উপহার দেয় তাকে হাসিমুখে নিতে পারা বড় চ্যালেঞ্জ....!

মরহুম অভিনেতা সেদিন ইতিবাচক মন নিয়েই বলেছিলেন, তিনি চেষ্টা করছেন লেমনেডের মতো সুস্বাদু করতে জীবনকে। চ্যালেঞ্জ নিয়েছেন। 'আংরেজি মিডিয়াম' ছবিটিও এমনই ইতিবাচক গল্প বলে। তাই তিনি এই ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন। সবাইকে বলেছিলেন, ছবিটি সবাইকে ভালো কিছু শেখাবে। তাই সবাই যেন ছবিটি দেখেন। আর বড় বড়, ভাসা ভাসা চোখ হাসি মাখানো দৃষ্টিতে শেষমুহূর্তেও যেন বলেছিল, 'রহে না রহে হাম/ মহেকা করেঙ্গে/ বনকে কলি বনকে সমা/ ওয়াদে বফা মে....।'

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement