রামুতে গরুর লাথিতে নিহত ১
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ১৭ জুন ২০২৪, ১৫:০৭
কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করার সময় গরুর লাথিতে আব্দুল কাদের (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
কোরবানির ঈদের দিন সোমবার (১৭ জুন) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কোদালিয়া কাঁটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের ওই এলাকার মরহুম রামাদান করিমের ছেলে।
স্থানীয়রা জানায়, ঈদুল আজহার জামায়াত শেষে গরু জবাই দেয়ার সময় গরুর লাথিতে বুকে আঘাতপ্রাপ্ত হন ওই আব্দুল কাদের। পরে আত্মীয়-স্বজনরা তাকে আহতকে অবস্থায় উদ্ধার করে স্থানীয় ঈদগড় মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সরোয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।