ধলেশ্বরী নদী থেকে কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ১৬:২২
মানিকগঞ্জের জাগীর সেতুর নিচে ধলেশ্বরী নদী থেকে মো: শহিদুল ইসলাম নামের এক কারা হিসাবরক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে।
তিনি গাজীপুর কারাগারের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সূত্র : ইউএনবি