ফিলিস্তিনিদের জন্য দোয়া ও ত্রাণ পাঠিয়ে এশিয়াজুড়ে ঈদ উদযাপন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ১৫:৩৩
ইসরাইলি আগ্রাসনে মানবেতর জীবনযাপন করা গাজার ফিলিস্তিনিদের কল্যাণ কামনা ও তাদের জন্য খাবার পাঠানোর মাধ্যমে সোমবার এশিয়ার মুসলমানরা ত্যাগের উৎসব ঈদুল আজহা পালন করছে।
নবী ইব্রাহীম আ.-এর বিশ্বাস ধারণ করে ঈদুল আজহার নামাজ এবং গবাদি পশু জবাই ও গরিবদের গোশত বি তরণের মাধ্যমে সারাবিশ্বের মুসলিমরা দিনটি পালন করে থাকে। এটি এমন একটি কল্যাণকর উৎসব, যেদিন সামর্থ্যবান মুসলমানরা পশু কিনে আল্লাহর নামে জবাই করে এর গোশতের দুই-তৃতীয়াংশ দরিদ্রদের মধ্যে বণ্টন করে। সৌদি আরবে হজযাত্রার চূড়ান্ত অনুষ্ঠানের সাথে এই দিনটি মিলে যায়।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও বাংলাদেশসহ এশিয়ার বেশিভাগ অঞ্চলে সোমবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তবে সৌদি আরব, লিবিয়া, মিসর ও ইয়েমেনসহ বিশ্বের অন্যান্য প্রান্তের মুসলমানরা একদিন আগে (রোববার) ঈদ উৎসব পালন করেছে।
সোমবার (১৭ জুন) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। ঈদের জামাতের আগে বক্তৃতায় ইমমরা গাজা ও রাফায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি মুসলিমদের কল্যাণ কামনায় সবাইকে দোয়ার আহ্বান জানান।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৭ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশেও ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। যুদ্ধ-বিগ্রহ বন্ধ হয়ে একটি শান্তিপূর্ণ বিশ্বের প্রত্যাশায় দেশের মুসলমানরা ঈদের নামাজ আদায় করেছেন।
দিনটি উদযাপনে আল্লাহর উদ্দেশ্যে সারাদেশে লাখ লাখ গবাদি পশু কোরবানি দেয়া হচ্ছে।
সূত্র : ইউএনবি