গুম-খুন হওয়া নেতাদের পরিবারের খোঁজখবর নিলেন রিজভী
- অনলাইন প্রতিবেদক
- ১৭ জুন ২০২৪, ১৬:১৪
নির্যাতন ও অমানবিক অবহেলায় নিহত নিউমার্কেট থানার ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান বাপ্পী এবং গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি খালিদ হাসান সোহেলের পরিবারের সাথে কথা বলে খোঁজখবর নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ পবিত্র ঈদুল আযহার দিনে গুম ও খুন হওয়া দুই নেতার বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও খোঁজখবর নেন তিনি। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ দুই পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রিজভী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ডা. মো: সালাউদ্দিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ নেতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা