০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নোয়াখালীতে ক্লিনিক সিলগালা

নোয়াখালীতে ক্লিনিক সিলগালা - ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে টেকনিশিয়ান চিকিৎসক না থাকায় এক প্যাথলজি ল্যাব ও ক্লিনিক সিলগালা করেছে সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল ।

শনিবার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখারের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান চালায় ।

জানা গেছে, উপজেলার জমিদারহাট বাজারে ফ্যামিলি কেয়ার ও ইউনাইটেড মেডিক্যাল প্যাথলজি সার্ভিস দীর্ঘ যাবত ভুয়া চিকিৎসক ও টেকনিশিয়ান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে সত্যতা মিলে। পরে ফ্যামিলি কেয়ার ও ইউনাইটেড মেডিকেল প্যাথলজি সার্ভিস সিলগালা করে দেয়া হয়।

নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ক্লিনিক ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়।

 


আরো সংবাদ



premium cement