২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নোয়াখালী আওয়ামী লীগকে ‘বাঁচাতে’ ওবায়দুল কাদেরের প্রতি এমপি আকরামের আহ্বান

বক্তব্য রাখছেন একরামুল করিম চৌধুরী। - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘আমি কাদের সাহেবকে সম্মান করে একটা কথাই বলতে চাই- এখনো লাগাম ধরেন, নোয়াখালীর আওয়ামী লীগকে বাঁচান। সবার আঙ্গুল কিন্তু আপনার দিকে। আমি আপনাকে বলি, কাদের ভাই, বাবার পরে আপনাকে স্থান দিয়েছিলাম। এখনো ওই সম্মান ধরে রাখার চেষ্টা করেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান শেষে র‌্যালি নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন একরামুল করিম চৌধুরী।

একরাম চৌধুরী বলেন, ‘মীর্জা কাদের কার নির্দেশে নোয়াখালী আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল? কিন্তু নোয়াখালীর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এরা কিন্তু দ্বিখণ্ডিত হতে দেয়নি। অনেকেই মনে করেছে আমি এমপি, আমি হয়তো ত্যাড়ামি করবো। পারি না আমি আমার দলের বিরুদ্ধে ত্যাড়ামি করতে। এটা আমার দ্বারা সম্ভব না।’

এ সময় তিনি আরো বলেন, ‘আগামী ২৩ তারিখ আওয়ামী লীগের সম্মেলন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে চায় আমি সভাপতি পদে দাঁড়াতে চাই। আরেকটা কথা বলি, যারা বর্তমান আহ্বায়ক কমিটিতে আছেন, যারা টাকার বিনিময়ে নির্বাচনে প্রার্থিতা দিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই। আর যারা আওয়ামী লীগকে কটূক্তি করছেন, আমাকে বলা- আমি আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার, আমার বিরুদ্ধে বলা আর শেখ হাসিনার বিরুদ্ধে বলা এক কথা।’

তিনি বলেন, ‘আপনারা যারা টেন্ডারবাজী, ওই বাজী, সেই বাজী থেকে সুবিধা নিতে চান, করেন কিন্তু সাধারণ পাবলিকদের নিয়ে করেন, আমার সাধারণ কর্মীদের নিয়েও করেন। শুধু আপনারা খাবেন, আমার কর্মীরা খাবে না তা হবে না তা হবে না। আমি কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, আমি গত এক বছরের একরাম চৌধুরী না। আমি মৃত্যুর মুখ থেকে এসেছি, এখন মরতে হলে কর্মীদের জন্য মরবো।’


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ

সকল