২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত, ক্রিস্টাল মেথের সর্বোচ্চ চালান আটক

ক্রিস্টাল মেথের সর্বোচ্চ চালান আটক - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাবের সাথে গুলি ও পাল্টা গুলির মধ্যে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালংয়ে এ ঘটনা ঘটে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। পৃথক এক ঘটনায় ১০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। দেশে এই মাদকের এটিই সর্বোচ্চ চালান।

কক্সবাজার র‌্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হন।

অপরদিকে টেকনাফে ১০ কোটি টাকা মূল্যের দু'কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মো. মুজিব (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। দেশে এ যাবৎ গ্রেফতার হওয়া অবৈধ ও ক্ষতিকারক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইসের এটাই সর্বোচ্চ চালান।

গ্রেফতার মো. মুজিব টেকনাফ উপজেলার মিঠাপানির ছড়া এলাকার সোনা মিয়ার ছেলে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার মিঠাপানিছড়া নামক গ্রামের একটি বাড়িতে ক্রিস্টাল মেথ আইস লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে বিজিবির একটি দল সেই বাড়িতে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি বাড়িটির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির ফলস সিলিংয়ের উপরে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার হয় বলে জানান লে.কর্নেল মো. ফয়সাল হাসান খান। আসামির ‍বিরুদ্ধে জব্দকৃত মাদকসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক

সকল