২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চুনতি মাদরাসাস্থ আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের আলোচনা সভা অনুষ্ঠিত

- ছবি : নয়া দিগন্ত

দক্ষিণ চট্টগ্রামের স্বনামখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক ছাত্রদের সংগঠন আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের উদ্যোগে মাদরাসা ক্যাম্পাসের দ্বিতল মসজিদের (আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন নির্মিত ‘মসজিদে আসমাউল হুসনা’) চলমান পশ্চিমমুখী সম্প্রসারণ কাজের এক পর্যালোচনা সভা শনিবার বিকেল ৩টায় চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকের দারুল ইরফান একাডেমী হেফজখানা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আঞ্জুমনের সাধারণ সম্পাদক মাওলানা অলি উদ্দিন মোহাম্মদ, প্রফেসর ড. শাজাআত উল্লাহ ফারুকী, প্রফেসর ড. এনামুল হক, অধ্যাপক রুহু রুহেল, অধ্যাপক শাব্বির আহমদ, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন কবির প্রমুখ।

উল্লেখ্য, মসজিদের পশ্চিমমুখী সম্প্রসারণ ও সামনের অংশের শোভা বর্ধনের প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছে এক কোটি ২০ লাখ টাকা। মাদরাসার সাবেক ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের বদান্যতায় সম্প্রসারণ কাজ দ্রুতগতিতে চলমান থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং আগামী ২১ নভেম্বর নগরীর কালামিয়া বাজারের দক্ষিণে শাহ আমানত ব্রিজ সংযোগ সড়কের পাশে সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে সকাল ১১টায় পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। সভায় চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক ছাত্রদের উপস্থিত থাকার জন্য আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের কার্যকমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement