০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন -

চাঁদপুর শহর রক্ষা বাঁধ ফের ভাঙন দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাতে শহরের পুরানবাজার হরিসভা এলাকায় মুহূর্তেই কিছু এলাকা নদীতে তলিয়ে গেছে। ফাঁটল দেখা দেয় ২৫ মিটার এলাকায়। এতে মেঘনার ভাঙনের মুখে রয়েছে পুরো এলাকা। ভাঙন আতঙ্কে স্থানীয় বাসিন্দারা মালামাল সরিয়ে নেয়া শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্র জানা যায়, বুধবার রাত ১০টায় পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাঁটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। বিরাট এলাকাজুড়ে ফাঁটল দেখা দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: বাবুল আখতার জানান, বুধবার রাত ১০টায় পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাঁটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশকিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। ২৫ মিটার এলাকাজুড়ে ফাঁটল দেখা দেয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ভাঙনরোধে জরুরিভিত্তিতে জিইও টেক্সটাইল ব্যাগ ফেলা শুরু হয়েছে। মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভাসহ পুরানবাজার ব্যবসায়িক এলাকাটি ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা জানান, শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকা কয়েক মাস আগেও নদী ভাঙনের কবলে পড়ে। ওই সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি বস্তা ফেলা হয়।

পুরানবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শক মো: মাসুদ বলেন, আমরা ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছি।

ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: বাবুল আক্তার, এন এস আই এর চাঁদপুরের উপপরিচালক আজিজুল হক, পৌর পরিষদের প্যানেল মেয়র সিদ্দিক রহমান ঢালী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন, পুরান বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মো: মাসুদ, মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশীদ, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি তমাল কুমার ঘোষ, নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ব্যাংকার মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্টু গাজী প্রমুখ।


আরো সংবাদ



premium cement