৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারো মেঘনার ভাঙন

-

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকার মোলহেডে আবারো মেঘনার ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে হঠাৎ পুরানবাজার শহর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকায় এ ভাঙন দেখা দেয়।

সরিয়ে নেয়া হয়েছে শ্যামল রায়, দুখু ঘোষ, ভুলু ঋষি, সুভাষ ঋষি, নারায়ণ ঘোষের বসতঘর ও সাহাদাত পাটওয়ারীর টং দোকান। হুমকির মুখে রয়েছে বাপ্পি বনিক, শিশির বনিক, বিষু বনিক, দুলাল বনিক, দেবু বনিক, সত্য বনিক, তমাল সাহা, গোপাল সাহার বসতবাড়ি।

এদিকে, তাৎক্ষণিক ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় তিন হাজার বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলা শুরু হয়।

ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম বার), জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: জামাল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী ও কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি।

জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, আতংকিত হবেন না। জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ভাঙন রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ৪০ মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হরিসভা এলাকার পুরো শহর রক্ষা বাঁধই হুমকির মুখে রয়েছে। আমরা ভাঙন রোধে তাৎক্ষণিক মজুদকৃত তিন হাজার বস্তা বালুভর্তি জিও ব্যাগ ফেলেছি।


আরো সংবাদ



premium cement
৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত ২ মাসের নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ শিকারে উপকূলের ৪ লাখ জেলে চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু ইসতিসকার নামাজে পুলিশের বাধা ও গ্রেফতারের নিন্দা জামায়াতের হবিগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড পর্যটন গন্তব্য থেকে যেভাবে সন্ত্রাসের অভয়ারণ্য দেশে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড পিরোজপুরে আ’লীগ নেতার চেয়ারম্যান পদের প্রার্থিতা স্থগিত শ্রমিকের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে : আ.ন.ম শামসুল ইসলাম ইসলামপুর পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত, প্যানল মেয়রকে দায়িত্ব অর্পণ বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত স্থগিত

সকল