৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বিনিয়োগকারীদের সামনে ব্যবসায়িক ধারণা তুলে ধরেন রবির আর-ভেঞ্চারসের উদ্যোক্তারা

-

স্থানীয় বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের সামনে ব্যবসায়িক ধারণা তুলে ধরেন রবির আর-ভেঞ্চারসের পাঁচ উদ্যোক্তা। আর-ভেঞ্চারস হচ্ছে নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে উদ্যোক্তা গড়ে তুলতে মোবাইল ফোন অপারেটর রবির নেয়া একটি পদক্ষেপ। সম্প্রতি ডেমো ডে নামে আয়োজিত এক অনুষ্ঠানে আর-ভেঞ্চারসের আওতায় কাজ করা নতুন পাঁচ উদ্যোক্তা বছরব্যাপী ওই প্রকল্প থেকে তাদের অর্জিত অভিজ্ঞতা ও ব্যবসায়িক অগ্রগতি তুলে ধরেন। উদ্যোক্তারা যেন তাদের ব্যবসায়িক প্রচেষ্টাকে সফল করতে পারেন এ জন্য প্রাথমিক মূলধনের জোগান দেয় রবি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। ডেমো ডে’তে স্থানীয় বিনিয়োগকারী এবং শিল্প বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার্টআপ ঢাকা থেকে মুস্তাফিজুর রহমান খান, বেটারস্টোরিস থেকে মিনহাজ আনোয়ার, মুহাইমিন খান ও জয়া চৌধুরী, আইডিএলসি থেকে জাভেদ নূর ও মোহাম্মদ জুবায়ের আলম, কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড থেকে আনিসা আলী ও তাহমিদ এফ কবির, এজ রিসার্চ অ্যান্ড কনসালটিং থেকে আলী ইমাম প্রমূখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement