০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি - প্রতীকি ছবি

আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার রাতে ট্রলার ডুবির পর পরই ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরদিন সকালেও আরো ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারটি উপজেলার মৌডুবী ইউনিয়নের মিরাজ নামের এক ব্যক্তির।

উদ্ধারকৃত জেলেরা হলেন উপজেলার মৌডুবি ইউনিয়ন ও কাজিকান্দা গ্রামের মানিক, মিরাজ, জব্বার, নাজমুল, ইলিয়াস, ফরহাত, সজিব, জুয়েল ভুইয়া, মালেক, আব্বাছ, মিজান ও হাসান।

উদ্ধার করা জেলেদের ওই রাতে উপজেলার নিচকাটা বাজারে পৌঁছে দেয়া হয়। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উদ্ধার হওয়া জেলে জুয়েল ভূঁইয়া জানান, সোমবার সকালে মৎস্যবন্দর মহিপুর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে ট্রলারটি ছেড়ে যায়। বুধবার বিকালে হঠাৎ বৈরি আবহাওয়ায় সাগরে উত্তাল থাকায় হাইরে (তীরে) আশ্রয় নেয়ার উদ্দেশ্য রওয়ানা হলে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ডুবির কিছুক্ষণ পর ভেসে থাকা আক্তার গাজী নামের একটি ট্রলারে তাদের উদ্ধার করে। ট্রলার ডুবিতে প্রায় ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, ট্রলার ডুবির ঘটনা শুনেছি, ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement