২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


পাথরঘাটায় হাত-পা বাঁধা স্কুলছাত্র উদ্ধার

পাথরঘাটায় হাত-পা বাঁধা স্কুলছাত্র উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটা পৌরশহরের বিষখালী নদী-সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে আরিফুল ইসলাম (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরিফুল ইসলাম বরগুনা সদর উপজেলার জাকিরতবক এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে ও বরগুনা উদয়ন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার দিবাগত রাত ৮টার দিকে স্থানীয়রা আরিফুলকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন।

আরিফুল ইসলাম জানান, শনিবার স্কুল ছুটির পরে বরগুনা সদরের নুর লাইব্রেরিতে ইংরেজি গ্রামার বই কেনার জন্য যায়। এসময় লাইব্রেরি বন্ধ দেখে রুমে ফিরে যাওয়ার পথে কিছু লোক আমার পিছু নেয়। স্থানীয় রংধনু ক্লিনিকের সামনে দিয়ে আসার সময় তারা দ্রুত আমার কাছে এসে মুখে রুমাল চেপে ধরে একটি লাল মোটরসাইকেলে ওঠায়। এর পর কী হয়েছে আমার কিছু মনে পড়ে না। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি নদীর পাড়ে একটি ভাঙ্গা নৌকায় আমার হাত পা বাঁধা ও মুখে টেপ দিয়ে আটকানো।

আরিফুল ইসলামের মা রিনা বেগম জানান, তার ছেলে বরগুনার উদয়ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বাসায় থেকে লেখাপড়া করে। শনিবার বাড়ি থেকে স্কুলে গিয়ে ক্লাস করে প্রধান শিক্ষক জাকির হোসেনের বাসায় যায়। সেখান থেকে গাইড কিনতে বের হয়ে বাসায় ফিরে না যাওয়ার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে ফোনে জানায়। পরে আমি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ি। রাত সাড়ে দশটার দিকে পাথরঘাটা থানা থেকে আমাকে ফোন বলে আমার ছেলেকে তারা হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে।

ওসি শাহাবুদ্দিন জানান, আহত আরিফকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে থানায় নিয়ে আসা হয়েছে। তার বুকে ধারালো ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য জন্য তদন্ত করা হচ্ছে।

তিনি আরো জানান, আরিফের বাবার নামে বরগুনা সদর থানায় দস্যুতা, ডাকাতি, অস্ত্র মামলা ও ধর্ষণসহ প্রায় ৯টি মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ডাকাত-র‍্যাব গোলাগুলি, কৃষক নিহত টুকুর সাজার প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত পেকুয়ায় হিট স্ট্রোকে একজনেরর মৃত্যু স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হুমজা ইউসুফের পদত্যাগ মঙ্গলবারও বাড়বে তাপমাত্রা, অসহনীয় হবে গরম ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখল মিয়ানমার আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা

সকল