৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

-

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইজখোলা নামক স্থানে দুপুরে একটি যাত্রীবাহী বাস ব্রেকফেল করে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপাড়সহ দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বাসটি আটক করেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া কেওড়াকান্দি থেকে থেকে ছেড়ে আসা বরিশাল গামী বিএমএফ পরিবহন (বরিশাল-ব-১১-০০৪০) দুপুর পৌনে ২টার দিকে বাটাজোর বাইচখোলা নামক স্থানে পৌছলে ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় একটি রিকসা ভ্যানকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে স্বজোরে ধাক্কা খেয়ে বাসটি দুমরে মুচরে গিয়ে বিএমএফ পরিবহনের হেলপাড় মনির রাঢ়ী(৪২) ও যাত্রী সোহেল (২০) ঘটনাস্থলেই মারা যান।

নিহত মনিরে বাড়ি পাশ্ববর্তি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ননের মোড়াকাঠী গ্রামে ও সোহেলের বাড়ি বরিশাল কড়াপুর গ্রামে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গুরুতরভাবে আহত সুশান্ত সিকদার(৩০), খাদিজা বেগম(২২), তানভীর হোসেন (২০), সোহেল রানা (৩৮), হিরাতুন নেছা (৪৫), ব্বুল হাওলাদার(৫০) ও আব্দুল হাকিম(৪০)কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোয় হয়েছে।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বাসটি আটক করেছে।


আরো সংবাদ



premium cement
বকেয়ার কারণে বাংলাদেশে বিমান ভাড়া বাড়িয়েই চলছে বিদেশী এয়ারলাইন্স মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব কামাল হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ১২ চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু সমুদ্রসীমায় ২০ মে থেকে ৬৫ দিন‌ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে ২ নতুন মুখ ও নর্টিসহ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা শত কোটি টাকা আত্মসাৎ : বিমানবন্দর থেকে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান আটক মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা গাজা যুদ্ধ : জার্মানির বিরুদ্ধে মামলার রায় দেবে আইসিজে হিট স্ট্রোকে ৮ দিনে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদফতর মানিকগঞ্জে আ’ লীগের ২ চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি মানববন্ধন

সকল