২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ঘিওরে প্যারাসিটামলের তীব্র সঙ্কট

-

মানিকগঞ্জের ঘিওরে গত দুই সপ্তাহে আশঙ্কাজনক হারে বেড়েই চলছে করোনা সংক্রমিতদের সংখ্যা। উপজেলার সাতটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি, ঠাণ্ডাসহ অন্যান্য উপসর্গ। বেশির ভাগ মানুষ করোনা পরীক্ষায় অনীহা প্রকাশ করছেন। তারা ঠাণ্ডা, জ্বর কিংবা ব্যথাজনিত রোগে অসুস্থ হয়ে করোনা পরীক্ষা না করে নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবনের উপর নির্ভর করছেন। তাতে প্রয়োজনের চেয়ে চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ।
স্থানীয় সূত্র জানায়, ঘিওরের ফার্মেসিগুলোতে সরবরাহ না থাকায় প্রত্যন্ত অঞ্চলের ফার্মেসিগুলোতেও নাপা পাওয়া যাচ্ছে না। এ ছাড়া দুই সপ্তাহ হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যারাসিটামলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় এ সঙ্কট আরো বেড়েছে। অনেকে এই ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়ারও প্রয়োজন বোধ করছেন না।
ঘিওরের ওষুধপট্টি হিসেবে পরিচিত বাসস্ট্যান্ড এলাকার একাধিক ফার্মেসির বিক্রয় কর্মীরাও একই কথা জানিয়েছেন। ঘিওর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবদুল জব্বার ফারুক বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বাজারের চাহিদা এবং ওষুধ সরবরাহের কথা তাদের জানিয়েছি।


আরো সংবাদ



premium cement