২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ফরিদপুরে সর্দারনীর বিরুদ্ধে পতিতাদের বিক্ষোভ

-

ফরিদপুরে জয়নারী কল্যাণ সঙ্ঘ নামে একটি সমিতির মাধ্যমে শহরের রথখোলা যৌনপল্লীর কয়েক শত যৌন কর্মীর উপার্জিত লাখ লাখ টাকা আত্মসাৎ করাসহ ওই সমিতির সভানেত্রীর নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পতিতারা। সোমবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শ’ পতিতা ছাড়াও হাজি শরিয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী ও সাধারণ এলাকাবাসী অংশ নেয়।
এ সময় পতিতারা জানায়, জয়নারী কল্যাণ সঙ্ঘের সভানেত্রী আলেয়া বেগম পতিতাদের থেকে জোর করে চাঁদা আদায় এবং তুচ্ছ ঘটনায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। বাইরে থেকে অপ্রাপ্ত বয়স্কদের এনে দেহব্যবসা করাচ্ছে। সে মানব পাচারের সাথেও জড়িত।
ব্যবসায়ী নেতা ইলিয়াস শেখ বলেন, আলেয়া বেগম হিজড়াদেরও পতিতা পল্লীতে এনে ব্যবসায় করাচ্ছে। কিন্তু এটিতো হিজড়াদের পল্লী না। তারা খদ্দের ধরতে বাজারের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকে। আমরা ব্যবসায়ী সমাজ এবং স্থানীয়রা ছেলেমেয়ে নিয়ে ওই এলাকায় বসবাস করতে পারি না।
ববি, পারুলসহ আরো কয়েকজন পতিতা বলে, আমাদের বিপদে আপদের সহায় হিসেবে ১৬ বছর আগে থেকে আমরা ১০ টাকা করে আলেয়া বেগমের সমিতিতে জমা করে আসছি। কিন্তু আমাদের কোনো বিপদে এই সমিতি হতে সাহায্য করা হয় না। আমরা এই টাকা ফেরত চাই।
এ ব্যাপারে আলেয়া বেগমের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, পাঁচ বছর বন্ধ থাকার পর তারা আবার সংগঠন চালু করেছে। তাদের কাছে পতিতাদের কোনো টাকা জমা নেই। মহিলা অধিদফতর দিয়ে আমাদের সংগঠনের অডিট হয়। রিজিয়া ও ববি নামে দুই বোন তাদের পারিবারিক বিরোধের কারণে এখন সংগঠনের নামে এসব বলছে।

 


আরো সংবাদ



premium cement
মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক ৩৪ বছরেও মুছেনি ভয়াল ২৯ এপ্রিলের দুঃসহ স্মৃতি যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

সকল