০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ধামরাইয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

-

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা-হরিদাসপুর-পাড়াগ্রাম-আমছিমুর সড়কটি গত বন্যায় ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ দিন ধরেই যানবাহন চলাচল করছিল ঝুঁকি নিয়ে। গত মঙ্গলবার গ্রামবাসী, অটোরিকশা, ভ্যান ও ট্রাক চালকদের সহায়তায় ইটের খোয়া ও সুরকি ফেলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি মেরামত করা হয়েছে।
এলাকাবাসী জানান, বন্যার পানি চলে যাওয়ার পর আমছিমুর বনলতা স্পোর্টিং ক্ল¬াবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুল হক শাহীনের নেতৃত্বে সড়কটি গ্রামবাসী সংস্কার করে। এরপর ছয়-সাত মাস চলে গেলেও ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসন থেকে সড়কটি ভালোভাবে সংস্কার করার উদ্যোগ নেয়নি। ফলে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচলের কারণে সড়কটি ভেঙে আবারো চলাচল অনুপযোগী হয়ে পড়ে। গত কয়েক দিনে চার-পাঁচটি অটোরিকশা উল্টে দুর্ঘটনার শিকার হয়। এরপর আবার মাহফুজুল হক শাহীনের উদ্যোগে স্থানীয় ট্রাক, অটোরিকশা, ভ্যানচালক ও গ্রামবাসীর সহায়তায় গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক ব্যক্তি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি মেরামত করেন।
ভ্যানচালক মোহাম্মদ আলী, অটোরিকশাচালক শরিফসহ অনেকে বলেন, কয়েক মাস দেখলাম কেউ উদ্যোগ নেয়নি বন্যায় ভেঙে যাওয়া সড়কটি মাটি কিংবা ইটের খোয়া দিয়ে সংস্কার করার। তাই আমাদের মাহফুজুল হক শাহীন ভাইয়ের নেতৃত্বে আমরা নিজেরাই নিজেদের টাকায় সংস্কারের কাজ করছি।
এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আজিজুল হক বলেন, টেন্ডার হওয়ার পরই সড়কটি মেরামত করা হবে।

 


আরো সংবাদ



premium cement