২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সংক্ষিপ্ত সংবাদ

-

গজারিয়ায় জামিয়া বোরহানিয়া মাদরাসার ইসলামী মহাসম্মেলন
মুন্সীগেঞ্জর গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর জামিয়া বোরহানিয়া দারুল উলুম মাদরাসার মাঠে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। বুধবার মাগরিবের পর থেকে মহাসম্মেলন আরম্ভ হয়ে গভীর রাত পর্যন্ত চলে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহ আলমের সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হাফিজুর রহমান খান। মুন্সীগঞ্জ সংবাদদাতা

রহনপুর পৌরসভা নির্বাচনে
আ’ লীগের প্রার্থী নির্ধারণ
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী তৃণমূল পর্যায়ে রহনপুর পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বুধবার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত হয়। আটজন মেয়রপ্রার্থীর মধ্যে দলের দলীয় সিদ্ধান্ত মতে চারজনকে মনোনীত করে কেন্দ্রে পাঠানো হয়। রহনপুর পৌর আওয়ামী লীগের ৬৭টি বিশিষ্ট কমিটির ভোটের মধ্যে ৬৩ জন ভোটার উপস্থিতি ছিলেন। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

হরিপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতবাড়ি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পারাসাদুয়া গ্রামের রঞ্জু মিয়ার বাড়িতে একটি চৌচালা ও দু’টি দোচালা টিনশেড বসতঘর এবং একটি গোয়ালঘর পুড়ে গেছে। গোয়ালঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। ঘরে রক্ষিত কষ্টার্জিত ৬৭ হাজার টাকা পুড়ে যায়। দুর্গম ও নদী বেষ্টিত পথ হওয়ায় সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হতে অনেক হরিপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো: নাফিউল ইসলাম সরকার জিমির সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান অগ্নিকাণ্ডে পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

বেতাগীতে কৃষি ব্যাংক বহাল রাখার দাবিতে মানববন্ধন
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে কৃষি ব্যাংকের শাখা রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দা ও গ্রাহকরা। বৃহস্পতিবার বেলা ১১টায় জলিশা বাজারের রাসেল স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। দুই ঘণ্টাব্যাপী সড়কে গাড়ি চলাচল বন্ধ রেখে এ কর্মসূচিতে কৃষক, শ্রমিক, ব্যাংকের গ্রাহক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন। বাংলাদেশ কৃষি ব্যাংক হোসনাবাদ ইউনিয়ন শাখাটি হঠাৎ করে উপজেলার অন্য স্থানে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়ায় স্থানীয় গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বেতাগী (বরগুনা) সংবাদদাতা

দেবিদ্বারে প্রান্তিক খামারিদের মাঝে
গবাদি পশুর খাদ্য বিতরণ
কুমিল্লার দেবিদ্বারে ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এনএটিপি প্রজেক্টের আওতায় নির্বাচিত সিআইজি খামারিদের মধ্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ উপলক্ষে বুধবার দেবিদ্বার উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মুহাম্মদ আব্দুল হাকিম লিটনের সভাপতিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তুশার কুমার দাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সেলিম ভুইয়া, এনএ টিপি প্রকল্পের মাঠকর্মী উজায়ের আহাম্মেদসহ অনেকে। দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

মাগুরায় অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা
মাগুরায় অবৈধ ব্যাটারির কারখানা থেকে সৃষ্ট শিসা বিষক্রিয়ায় পরিবেশ বিপর্যয় ও গবাদি পশু মৃত্যুর কারণে ভ্রাম্যমাণ আদালত বারাশিয়া এলাকার কারখানাটি সিলগালা করে দিয়েছে। একই সাথে কারখানায় কর্মরত ৯ শ্রমিককে তিন দিনের জেল ও কারখানার জমিদাতা ইটভাটার মালিক হারুন মোল্ল্যাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়রা জানান, তিন মাস আগে হ্যামকো কোম্পানির এক প্রতিনিধি বারাশিয়া গ্রামের ইটভাটার মালিক হারুন মোল্ল্যার কাছ থেকে জায়গা নিয়ে অবৈধ্য এ কারখানাটি গড়ে তোলেন। মাগুরা সংবাদদাতা

রাজবাড়ীর স্ট্যাম্প ভেন্ডর হিরু সিআইডির হাতে গ্রেফতার
রাজবাড়ী জেলা জজ আদালতের মামলার কপিতে জাল কোর্ট ফি দাখিল করায় মামলার প্রধান আসামি স্ট্যাম্প ভেন্ডর এস কে হিকুকে (৪০) সিআইডি পুলিশের সদস্যরা গত বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন। হিরু রাজবাড়ী সদর উপজেলার গোপালপুর গ্রামের মৃত হাচেন মোল্লার ছেলে। রাজবাড়ী সিআইডি পুলিশের ইন্সপেক্টর জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি পুলিশের সদস্যা গত বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে হিরুকে গ্রেফতার করা হয়। রাজবাড়ী সংবাদদাতা

নেত্রকোনায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
নেত্রকোনা সদর উপজেলায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে নিলয় সরকার (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে শহর থেকে তিন কিলোমিটার পূর্বে সিংহের বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুহী গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। শিশুটি ওই গ্রামের সুধীর সরকারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আকস্মিকভাবে শিশু নিলয় নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে শিশুটির সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। নেত্রকোনা সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল